আলোচনা চালিয়ে যাবে ইরান-ইউরোপ; ৩ ইউরোপীয় দেশের স্ন্যাপব্যাক চালুর পদক্ষেপ অবৈধ
https://parstoday.ir/bn/news/iran-i151704-আলোচনা_চালিয়ে_যাবে_ইরান_ইউরোপ_৩_ইউরোপীয়_দেশের_স্ন্যাপব্যাক_চালুর_পদক্ষেপ_অবৈধ
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাসের সঙ্গে “স্ন্যাপব্যাক” ম্যাকানিজম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার সময় বলেছেন, ইরান তার অবস্থানে দৃঢ় ও অটল থাকবে।
(last modified 2025-09-08T13:26:12+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৫ ১৮:১১ Asia/Dhaka
  • কালাস কায়া (বামে) ও আব্বাস আরাকচি
    কালাস কায়া (বামে) ও আব্বাস আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাসের সঙ্গে “স্ন্যাপব্যাক” ম্যাকানিজম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার সময় বলেছেন, ইরান তার অবস্থানে দৃঢ় ও অটল থাকবে।

পার্সটুডে বলছে, আরাকচি বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারের দোহায় কায়া কালাসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানের পারমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী তিনটি ইউরোপীয় দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স এবং জামার্নির সাম্প্রতিক অন্যায় পদক্ষেপের বিষয়টি তুলে ধরেছেন। এই তিন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাতিল হওয়া ইশতেহারগুলো ফিরিয়ে আনতে চাইছে।  ইরান ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মধ্যে সম্পর্ক ইস্যুতেও দুই শীর্ষ কূটনীতিক মতবিনিময় করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আরাকচি তিন ইউরোপীয় দেশের পদক্ষেপকে বেআইনি এবং অযৌক্তিক হিসেবে অভিহিত করেছেন। তিনি জেসিপিওএ'র যৌথ কমিশনের সমন্বয়কারী হিসেবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে স্মরণ করিয়ে দেন। আরাকচি বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিৎ পরমাণু সমঝোতা বা জেসিপিওএ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার অনুযায়ী যথাযথ দায়িত্ব পালন করা এবং কূটনীতিকে অবমূল্যায়নকারী পদক্ষেপগুলো ঠেকিয়ে দেওয়া।

আরাকচি বলেন, ইরান নিরবচ্ছিন্নভাবে কূটনীতির পথে অটল থাকবে এবং নিজের অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখবে।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কায়া কালাসও এই বৈঠকে বলেন, কূটনীতি ও সংলাপই সকল পক্ষের উদ্বেগ দূর করার একমাত্র উপায় এবং কূটনীতিকে আরও গুরুত্ব দিতে হবে। দুই পক্ষই আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।