মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার মিশনে নেমেছে আমেরিকা: ইয়েমেনের নেতা
-
সাইয়্যেদ আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি
পার্সটুডে- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার মিশনে নেমেছে আমেরিকা, এটাকে তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব হিসেবে নিয়েছে।
সাপ্তাহিক ভাষণে তিনি বলেন, “আমেরিকার অবস্থান মূলত মতাদর্শগত কারণে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে। তারা ‘জায়নিস্ট প্রকল্প’ বাস্তবায়নকে নিজেদের দায়িত্ব ও কর্তব্য হিসেবে দেখে।”
সাইয়্যেদ আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি আরও বলেন, “গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৃশংস ও অমানবিক আগ্রাসন, যা ইতিহাসে ‘শতাব্দীর অপরাধ’ হিসেবে চিহ্নিত হয়েছে, তা সাতশোরও বেশি দিন ধরে অব্যাহত রয়েছে। এ সময়ের মধ্যে বিশ হাজারেরও বেশি শিশু এবং বারো হাজার পাঁচশো নারী শহীদ হয়েছেন।”
তিনি বলেন, ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে গাজা থেকে দুই হাজার সাতশো পরিবারের নাম-নিশানা মুছে দিয়েছে। শত্রুরা সমস্ত ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করে গাজার জনগণের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে। কোনো গোষ্ঠী বা শ্রেণিকে বাদ দেওয়া হয়নি— সবাইকে টার্গেট করা হচ্ছে। এ গণহত্যা শুধু বোমা ও গোলাবারুদে সীমাবদ্ধ নয়; বরং পরিকল্পিত অনাহার ও ক্ষুধার মাধ্যমে পুরো জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে।
আনসারুল্লাহ নেতা আরও বলেন, “এখন সবাই দেখছে যে, ইসরায়েল গাজার ২০ লাখ মানুষকে অনাহারে রেখে ভয়াবহতম অপরাধ চালাচ্ছে। এ ধরনের নিষ্ঠুরতার নজির পৃথিবীর অন্য কোথাও নেই।”
তিনি বলেন, “গাজার ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংসে ইসরায়েল মার্কিন বোমা ব্যবহার করছে। শুধু তাই নয়, তাদের হাতে থাকা মার্কিন বুলডোজার দিয়ে প্রতিনিয়ত বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে।”#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।