প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
ফ্রিস্টাইল কুস্তিতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ইরান
-
মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শিরোপা জিতল ইরান
ক্রোয়েশিয়ার জাগরেবে অনুষ্ঠিত ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দল শিরোপা জিতেছে। পাঁচটি পদক জয়ের মাধ্যমে তারা একদিন আগেই শিরোপা নিশ্চিত করে নেয়।
গতকাল (সোমবার) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ইরানের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়, যার মাধ্যমে ১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। যুক্তরাষ্ট্র ও জাপান দ্বিতীয় স্থান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র বর্তমানে ৮ পয়েন্টে এগিয়ে আছে।
পার্সটুডে জানিয়েছে, ইরান এক স্বর্ণ, এক রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক জিতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করে এবং প্রতিযোগিতা শেষ হওয়ার একদিন আগেই তাদের শিরোপা নিশ্চিত করে। এই প্রতিযোগিতায় ইরানের আরও স্বর্ণপদক জেতার সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্য পারফরম্যান্সের মধ্যে ছিলেন আমিরহোসেইন জারে (১২৫ কেজি বিভাগে স্বর্ণপদক), আহমাদ মোহাম্মদনেজাদ-জাভান (৬১ কেজি বিভাগে রৌপ্য পদক)। ব্রোঞ্জ জিতেছেন মোহাম্মদ নোখোদি (৭৯ কেজি), কামরান কাসেমপুর (৮৬ কেজি) এবং আমিরহোসেইন ফিরুজপুর (৯২ কেজি)।
মঙ্গলবার নিজেদের ওজন শ্রেণিতে সোনার লড়াইয়ে নামবেন ইরানের আরও দুই কুস্তিগীর, রহমান আমুজাদ ও আমিরআলি আজারপিরা।
এই জয় ২০১৩ সালের পর ইরানের প্রথম বিশ্ব ফ্রিস্টাইল কুস্তি শিরোপা। এর আগে দেশটি ১৯৬১, ১৯৬৫, ১৯৯৮ এবং ২০০২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া, ইরানের ফ্রিস্টাইল কুস্তি দল ৯ বার (১৯৭১, ১৯৭৩, ১৯৯৫, ২০০৬, ২০১১, ২০১৪, ২০১৫, ২০২২ ও ২০২৩ সালে) বিশ্ব রানার্সআপ হয়েছিল এবং ১৪ বার তৃতীয় স্থান অর্জন করেছে।
দলীয় কোচ পেজমান দোরস্তকার জাগরেবে দলের শিরোপা জয়কে ‘ইরানের ক্রীড়া ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আরাকচি খেলোয়াড়, কোচ ও সমর্থকদের প্রশংসা করে বলেছেন, তাদের দৃঢ় সংকল্প ও দলগত প্রচেষ্টা জাতীয় গৌরবের প্রতীক।
সোমবার রাতে এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন: “১২ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ইরানের ফ্রিস্টাইল কুস্তি দলের জন্য একটি ঐতিহাসিক সাফল্য। এই ষষ্ঠ বিশ্ব শিরোপা ইরানের ক্রীড়াকে গৌরবের শিখরে নিয়ে গেছে এবং সমগ্র জাতিকে আনন্দ ও গর্ব উপহার দিয়েছে।”
পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার বার্তায় বলেন, “কুস্তি ইরানের ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও স্থায়ী স্মৃতিকে জাগিয়ে তোলে। খেলোয়াড়দের রোমাঞ্চকর লড়াই, জোরালো জয় এবং জাতীয় পতাকায় স্যালুট কোটি ইরানিকে অনুপ্রাণিত করেছে।“
জাগরেবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ শক্তিশালী প্রতিপক্ষদের মোকাবিলা করেছে ইরান। এখনও বাকি থাকা ওজন শ্রেণি এবং নারীদের ফ্রিস্টাইল বিভাগেও ভালো ফলাফল প্রত্যাশিত। এই সাফল্য আবারও প্রমাণ করল, কুস্তিতে ইরান বিশ্ব অঙ্গনে এক অপ্রতিরোধ্য শক্তি।#
পার্সটুডে/এমএআর/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।