আমেরিকা ও ইসরায়েলকে আইআরজিসি'র হুঁশিয়ারি; প্রতিরোধ শক্তি অজেয়
https://parstoday.ir/bn/news/iran-i152394-আমেরিকা_ও_ইসরায়েলকে_আইআরজিসি'র_হুঁশিয়ারি_প্রতিরোধ_শক্তি_অজেয়
পার্সটুডে- ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একটি বিবৃতিতে বলেছে, পাশ্চাত্য ও ইহুদিবাদীদের শয়তানি পরিকল্পনায় এবারও কাজ হবে না, তা কেবলি তাদের জন্য অপমান এবং ব্যর্থতা বয়ে আনবে। প্রতিরোধ  সংগামের শীর্ষস্থানীয় নেতাদের শাহাদাতের বার্ষিকীতে ঐ বিবৃতি দেওয়া হয়েছে।
(last modified 2025-09-27T15:01:55+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১৮:৫৫ Asia/Dhaka
  • আমেরিকা ও ইসরায়েলকে আইআরজিসি'র হুঁশিয়ারি; প্রতিরোধ শক্তি অজেয়

পার্সটুডে- ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একটি বিবৃতিতে বলেছে, পাশ্চাত্য ও ইহুদিবাদীদের শয়তানি পরিকল্পনায় এবারও কাজ হবে না, তা কেবলি তাদের জন্য অপমান এবং ব্যর্থতা বয়ে আনবে। প্রতিরোধ  সংগামের শীর্ষস্থানীয় নেতাদের শাহাদাতের বার্ষিকীতে ঐ বিবৃতি দেওয়া হয়েছে।

পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সফি-উদ্দিন এবং বেশ কয়েক জন শীর্ষ কমান্ডারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে শোক ও সমবেদনা জানিয়ে শহীদদের রক্তের প্রতি আনুগত্য অটল রাখার ওপর জোর দিয়েছেন। এই বিবৃতিতে ইরানি জনগণের সামনে কিছু কৌশলগত বিষয় তুলে ধরা হয়েছে।


আত্মত্যাগ ও প্রতিরোধের ফলাফল হচ্ছে ইসলামী উম্মাহর নিরাপত্তা ও মর্যাদা

আজকের মুসলিম উম্মাহ ও আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও মর্যাদা মুজাহিদদের আত্মত্যাগ ও প্রতিরোধের ফলাফল। শহীদদের রক্ত হলো নিরাপত্তার নিশ্চয়তা দানকারী।

প্রতিরোধই একমাত্র যুক্তিযুক্ত পথ

ঐতিহাসিক অভিজ্ঞতা ও ময়দানের বাস্তবতা প্রমাণ করে যে- সক্রিয়, বুদ্ধিমত্তাসম্পন্ন প্রতিরোধই অঞ্চলের সরকার ও জাতিগুলোর সামনে স্বৈরশাসন ও ইহুদিবাদীদের মোকাবেলার কার্যকরি ও যৌক্তিক পথ।

প্রতিরোধ সংস্কৃতি অজেয়

গাজার প্রতিরোধ প্রমাণ করে এটি অজেয়। প্রতিরোধ সংগ্রাম এমন কোনো বিষয় নয় যা রাজনৈতিক বা নিরাপত্তা প্রক্রিয়ায় বিলীন হবে; এটি অঞ্চলের জাতিগুলোর বিশ্বাসে গভীরভাবে প্রোথিত। ক্রমেই এর শেকড় আরও গভীর ও শক্তিশালী হয়ে উঠছে।

প্রতিরোধের শহীদ নেতারা ইমাম খোমেনী (রহ.)'র চিন্তা-আদর্শের ছাত্র

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফি উদ্দিন ছিলেন ইমাম খোমেইনি (রহ.) এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর অনুগত ছাত্র, যারা ঈমান, বুদ্ধিমত্তা, কৌশল ও অনন্য সাহসিকতার মাধ্যমে প্রতিরোধকে ইসলামী উম্মাহর মর্যাদা ও আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত শক্তিতে রূপান্তর করেছেন।

শেইখ নাঈম কাসেমের শক্তিশালী নেতৃত্ব

লেবাননের হিজবুল্লাহর বর্তমান মহাসচিব শেইখ নাঈম  কাসেমকে শহীদ নেতাদের যোগ্য উত্তরসূরি আখ্যা দিয়ে তাদের সাহসী ও বিজ্ঞ নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে আইআরজিসি। এই বাহিনী লেবাননের নিরাপত্তা রক্ষা এবং প্রতিরোধ সংগ্রামে হিজবুল্লাহর ভূমিকার প্রশংসা করেছে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।