নাহিদ স্যাটেলাইটের সফল পরীক্ষা: নিজস্ব উপগ্রহ ইন্টারনেটের পথে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i153502-নাহিদ_স্যাটেলাইটের_সফল_পরীক্ষা_নিজস্ব_উপগ্রহ_ইন্টারনেটের_পথে_ইরান
পার্সটুডে: ইরানের মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের প্রধান জানিয়েছেন, 'নাহিদ' (ভেনাস) স্যাটেলাইটের পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ইরান এখন নিজস্ব উপগ্রহভিত্তিক ইন্টারনেট বিকাশের বাস্তব পর্যায়ে প্রবেশ করেছে, যা বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে।
(last modified 2025-10-29T13:41:09+00:00 )
অক্টোবর ২৯, ২০২৫ ১৫:০৫ Asia/Dhaka
  • নাহিদ উপগ্রহ
    নাহিদ উপগ্রহ

পার্সটুডে: ইরানের মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের প্রধান জানিয়েছেন, 'নাহিদ' (ভেনাস) স্যাটেলাইটের পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ইরান এখন নিজস্ব উপগ্রহভিত্তিক ইন্টারনেট বিকাশের বাস্তব পর্যায়ে প্রবেশ করেছে, যা বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে।

ইরানের মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান সাম্প্রতিক উপগ্রহ যোগাযোগ অগ্রগতির প্রসঙ্গে বলেন, “ইরান এখন নিজস্ব উপগ্রহভিত্তিক ইন্টারনেট অর্জনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো অর্জন করেছে। নাহিদ স্যাটেলাইট আমাদের জন্য ডেটা আদান-প্রদানের সুযোগ তৈরি করেছে এবং এর ওপর পরিচালিত পরীক্ষাগুলো সফল হয়েছে।”

ইয়াজদানিয়ান প্রকল্পের উন্নয়ন অব্যাহত রাখার কথা জানিয়ে বলেন: "ইনশাআল্লাহ, নাহিদ-২ স্যাটেলাইটের দ্বিতীয় নমুনা শীতের শেষের মধ্যে উৎক্ষেপণ করা হবে। এছাড়াও আমরা স্যাটেলাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছি, যাতে একটি বাস্তব গুচ্ছ বা কনস্টেলেশনে পৌঁছানো যায়। আমরা এই পথে থামব না; আমরা নির্মাণ এবং স্যাটেলাইট সরবরাহ উভয় ক্ষেত্রেই ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছি।"

ইয়াজদানিয়ান গ্লোবাল স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের সাথে ইরানের সংযোগ অর্জনের সময়সীমার কথা উল্লেখ করে বলেন, "বর্তমান গতিবিধি অনুযায়ী, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমরা সম্পূর্ণরূপে গ্লোবাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে সক্ষম হব।"

ইরান মহাকাশ সংস্থার নির্মিত গবেষণাধর্মী ও যোগাযোগমূলক স্যাটেলাইট 'নাহিদ–২' গত ২৫ জুলাই ২০২৪ সালের সকালে রাশিয়ার সয়ুজ (Soyuz) উৎক্ষেপণযানের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। এই উপগ্রহটির ওজন প্রায় ১১০ কেজি এবং এটি পৃথিবী থেকে প্রায় ৫০০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করা হয়েছে। #

পার্সটুডে/এমএআর/২৯