আইএইএ-এর সাথে তেহরানের সহযোগিতার জন্য গ্রুপ-সেভেনের অনুরোধ হস্তক্ষেপমূলক: বাকায়ি
-
আইএইএ-এর সাথে তেহরানের সহযোগিতার জন্য গ্রুপ- সেভেনের অনুরোধ হস্তক্ষেপমূলক: বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কানাডায় জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের চূড়ান্ত বিবৃতিতে ইরান সম্পর্কে থাকা দাবিগুলোকে ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন এবং প্রত্যাখ্যাত বলে বর্ণনা করেছেন।
পার্সটুডে আরও জানায় ইসমায়িল বাকায়ি মনে করেন ইউরোপীয় তিনটি দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ, অযৌক্তিক পদক্ষেপকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে জি-সেভেন সদস্য রাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীন অবস্থানের পুনরাবৃত্তি আন্তর্জাতিকভাবে লঙ্ঘনকারী পদক্ষেপের সমর্থন হিসেবে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাতিল করা প্রস্তাব পুনরুদ্ধারের জন্য জেসিপিওএ বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার অপব্যবহার। তিনি জোর দিয়ে বলেন জি-সেভেনের এই অবস্থান কোনওভাবেই তিন ইউরোপীয় দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের অবৈধ ও অযৌক্তিক প্রকৃতিকে শুদ্ধতা দেয় না।
ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সামরিক আগ্রাসন এবং ইসলামী প্রজাতন্ত্রের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি সাত সদস্যের গ্রুপের অনুরোধকে প্রতারণামূলক এবং হস্তক্ষেপকারী বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন: মূলত মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে অবৈধ এবং একতরফাভাবে নিজেকে প্রত্যাহার করে ইরানের ওপর হামলা করাই বর্তমান পরিস্থিতির মূল কারণ। সেইসাথে তিনটি ইউরোপীয় দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত হওয়া এবং আমেরিকার প্রতি তাদের ভূমিকা পালনে ব্যর্থতার কারণে কেবল পরমাণু সমঝোতার অঙ্গিকারগুলোর গুরুতর লঙ্ঘনই করে নি, বরং কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য ইরানের সমস্ত উদ্যোগ ও প্রচেষ্টাকেও উপেক্ষা করেছে।
বাকায়ি মনে করেন ফিলিস্তিন ইস্যুতে সাত সদস্যের অবস্থান দায়িত্বজ্ঞানহীন। সেইসাথে জাতিগুলোর আত্মনিয়ন্ত্রণ অধিকারকে সম্মান করা এবং গণহত্যা প্রতিরোধ করার জন্য জি-সেভেনের আন্তর্জাতিক অঙ্গিকারগুলোর পরিপন্থীও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউক্রেনীয় সংঘাতের বিষয়ে ইরানের বিরুদ্ধে গ্রুপ-সেভেনের বারবার এবং দায়িত্বজ্ঞানহীন দাবি প্রত্যাখ্যান করে এ বিষয়ে ইসলামি প্রজাতন্ত্রের নীতিগত অবস্থানের ওপর জোর দেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন বাকায়ি। তিনি বলেছেন: ইউক্রেন যুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনও হস্তক্ষেপ নেই।#
পার্সটুডে/এনএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন