ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক পদক্ষেপের বিষয়ে ইরান সতর্ক করেছে
-
• ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে - ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যারিবীয় ও ল্যাটিন আমেরিকায় মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।
ক্যারিবীয় এবং ল্যাটিন আমেরিকায় মার্কিন সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র "ইসমাইল বাকায়ি " সতর্ক করেছেন যে এই পদক্ষেপগুলি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। পার্সটুডে অনুসারে, বাকায়ি জোর দিয়ে বলেছেন যে ভেনেজুয়েলার বৈধ এবং নির্বাচিত সরকারের বিরুদ্ধে শক্তি প্রয়োগের যে কোনও হুমকি জাতিসংঘের সনদের নীতির স্পষ্ট লঙ্ঘন, বিশেষ করে জাতিগুলির আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং শক্তি প্রয়োগ নিষিদ্ধ করার নীতির পরিপন্থী।
ভেনেজুয়েলার মাছ ধরার নৌকাগুলিতে মার্কিন হামলা সম্পর্কে আন্তর্জাতিক কর্তৃপক্ষের অসংখ্য প্রতিবেদনের কথা উল্লেখ করে, জ্যেষ্ঠ ইরানি কূটনীতিক এই পদক্ষেপগুলিকে "স্বেচ্ছাচারী এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড" হিসাবে বর্ণনা করেছেন এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের জন্য মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা লঙ্ঘন রোধে জাতিসংঘ এবং এর মহাসচিবের ভূমিকা ও দায়িত্বের উপরও জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা এবং যুদ্ধবাজ নীতি অব্যাহত থাকলে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক পরিণতি হতে পারে।
বিশ্বের দেশগুলোর জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করার এবং বিদেশী সামরিক হস্তক্ষেপ প্রতিরোধ করার বিষয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো স্মরণ করে, ইরান এমন পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে যেখানে সব সরকার আন্তর্জাতিক আইন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসারণ করবে এবং আঞ্চলিক সংকট বৃদ্ধির দিকে পরিচালিত করতে পারে এমন কোনও উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকবে।#
পার্সটুডে/এমআরএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।