গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখা জরুরি: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের কারণে আন্তর্জাতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে: আরাকচি
-
সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগ প্রবণতার প্রভাবে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রবণতার কারণে আন্তর্জাতিক সম্পর্ক আইনভিত্তিক অবস্থা থেকে সরে শক্তিনির্ভর সম্পর্কে রূপান্তরিত হয়েছে।
আরাকচি বলেন, ইচ্ছামতো সামরিক হস্তক্ষেপ এবং যেকোনো স্থানে হত্যাকাণ্ড পরিচালনা করায় এই বিষয়টি স্পষ্ট। আমরা আজ যা দেখছি তা গভীর বৈশ্বিক উদ্বেগের কারণ।
তিনি আরও বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হলো- যুক্তরাষ্ট্র সবসময় নিজের শর্ত ও দাবি জোর করে চাপিয়ে দিতে চায়। তিনি স্পষ্ট বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সমান সুযোগ, ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ চুক্তির ইচ্ছা দেখায়, তাহলে ইরান নিশ্চয়ই তা নিয়ে কথা বলতে প্রস্তুত। আমরা কখনও আলোচনার টেবিল ছেড়ে যাইনি, কারণ কূটনীতি আমাদের নীতি ও নীতির একটি অপরিহার্য অংশ।
ইইউ পররাষ্ট্রনীতি কমিশনের সাবেক প্রধান গ্রেপ্তার
পলিটিকো সাময়িকী জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি কমিশনের সাবেক প্রধান ফেদেরিকা মোগেরিনি এবং এই সংস্থার শীর্ষস্থানীয় কূটনীতিক স্তেফানো সানিনোকে মঙ্গলবার একটি আর্থিক দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপীয় পাবলিক প্রসিকিউটর অফিসের অনুরোধে এই গ্রেপ্তার করা হয়েছে। তারা তরুণ কূটনীতিকদের জন্য একটি শিক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত করছে।
ইউক্রেনের সদস্যপদ নিয়ে এখনো সর্বসম্মতি নেই: ন্যাটোর মহাসচিব
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ইউক্রেনের সদস্যপদ বিষয়ে এখনো সব সদস্য দেশ একমত নয়। তিনি সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে হলে সব মিত্র দেশের সর্বসম্মত সমর্থন প্রয়োজন।
ইউরোপ যদি যুদ্ধ চায়, আমরা প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপ যদি যুদ্ধের দিকে যেতে চায়, তবে আমরা এখনই প্রস্তুত। রাশিয়ার প্রতি ইউরোপের দাবিগুলো গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, "ইউরোপের কোনো শান্তি পরিকল্পনা নেই, তারা যুদ্ধপ্রিয়। ইউক্রেন নিয়ে আলোচনা বন্ধ করার জন্য কেউ রাশিয়াকে বলেনি; বরং ইউরোপ নিজেরাই রাশিয়ার সঙ্গে যোগাযোগ স্থগিত করেছে। শান্তি প্রস্তাবে তারা যা পরিবর্তন করছে, তা শুধু বাধা সৃষ্টির জন্য। তারা রাশিয়ার ওপর শর্ত চাপিয়ে দিতে চায়, আমরা তা প্রত্যাখ্যান করছি।"
গাজার যুদ্ধবিরতি অব্যাহত থাকতে হবে: সাধারণ পরিষদের সভাপতি
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক মঙ্গলবার ফিলিস্তিন বিষয়ে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইসরায়েল বিভিন্ন অজুহাতে গাজার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি বলেন, গাজার যুদ্ধবিরতি অব্যাহত থাকতে হবে এবং তা স্থায়ীভাবে বৈরিতা সমাপ্তির দিকে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, ৭৮ বছর পেরিয়ে গেছে, তবুও ফিলিস্তিন এখনো জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পায়নি এবং ফিলিস্তিনি জনগণ তাদের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত রয়েছে।#
পার্সটুডে/এমএআর/৩