ইরানের তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য ৭৬.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে
-
ইরানের তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য
পার্সটুডে-ইরানের কাস্টমসের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, প্রথম ৮ মাসে তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ৭৬.৫ বিলিয়ন ডলার ছেড়ে গেছে।
ইরানি কাস্টমস সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে: চলতি ফার্সি বছরের প্রথম ৮ মাসে ইরানের বৈদেশিক বাণিজ্য ১৩১ মিলিয়ন ৫৪ হাজার টনে পৌঁছেছে এবং তার মূল্য ৭৬ বিলিয়ন ৫৩৭ মিলিয়ন ডলারেরও বেশি। পার্সটুডে আরও জানায়, এই বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ওজনের দিক থেকে ১.৫৩ শতাংশ বৃদ্ধি দেখায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে: এই সময়ের মধ্যে ৩৬ বিলিয়ন ৯৯৭ মিলিয়ন ডলার মূল্যের ১০৫ মিলিয়ন ২লাখ ৩১ টন বিভিন্ন পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক থেকে ১.১৭ শতাংশ বেশি।
এই প্রতিবেদন অনুযায়ী, চলতি ফার্সি বছরের প্রথম ৮ মাসে ইরানে ৩৯ বিলিয়ন ৫৪০ মিলিয়ন ডলার মূল্যের ২ কোটি ৫৮ লাখ ২৩ হাজার টন পণ্য আমদানি করা হয়েছে।#
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন