সভ্যতাগুলোর ঐক্যের লক্ষ্য হওয়া উচিত যুদ্ধ ও আধিপত্যবাদের বিরোধিতা করা
https://parstoday.ir/bn/news/iran-i155122-সভ্যতাগুলোর_ঐক্যের_লক্ষ্য_হওয়া_উচিত_যুদ্ধ_ও_আধিপত্যবাদের_বিরোধিতা_করা
পার্সটুডে- ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররামন্ত্রী ১১তম জাতিসংঘ সভ্যতার ঐক্য পরিষদে জোর দিয়ে বলেছেন যে সভ্যতাগুলোর ঐক্যের লক্ষ্য হওয়া উচিত যুদ্ধ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয়া। তিনি ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও তাদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের পক্ষ থেকে জোরালো প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-12-15T11:34:59+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২৫ ১৭:৩২ Asia/Dhaka
  • • জাতিসংঘ সভ্যতার ঐক্য পরিষদে কাজেম গারিবাবাদি
    • জাতিসংঘ সভ্যতার ঐক্য পরিষদে কাজেম গারিবাবাদি

পার্সটুডে- ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররামন্ত্রী ১১তম জাতিসংঘ সভ্যতার ঐক্য পরিষদে জোর দিয়ে বলেছেন যে সভ্যতাগুলোর ঐক্যের লক্ষ্য হওয়া উচিত যুদ্ধ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয়া। তিনি ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও তাদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের পক্ষ থেকে জোরালো প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন।

রিয়াদে সৌদি আরব আয়োজিত ১১তম জাতিসংঘ সভ্যতাগুলোর ঐক্য পরিষদের সম্মেলনে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সভ্যতাগুলোর মধ্যকার ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। পার্সটুডে জানিয়েছে, গারিবাবাদী তার বক্তৃতায় সভ্যতাগুলোর ঐক্যকে একটি কৌশলগত নীতি বলে মনে করেন যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, টেকসই শান্তি প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যৌথ বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশে ভূমিকা পালন করতে পারে।

২০০১ সালে জাতিসংঘে "সভ্যতার মধ্যে সংলাপের বছর" হিসেবে ইরানের উদ্যোগের কথা উল্লেখ করে, গারিবাবাদি জোর দিয়ে বলেন যে, সমৃদ্ধ সাংস্কৃতিক ও সভ্যতার অধিকারী ইরান বিশ্বব্যাপী সংহতি জোরদার করার জন্য অন্যান্য দেশের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন: "ইরানি সংস্কৃতি ও সভ্যতা প্রজ্ঞা, সহনশীলতা এবং বোধগম্যতার উপর নির্মিত এবং এই ঐতিহ্য বিশ্বব্যাপী শান্তি এবং টেকসই সহাবস্থানে ভূমিকা রাখতে পারে।"

তিনি যুদ্ধ, দারিদ্র্য, একতরফা নিষেধাজ্ঞা, জলবায়ু পরিবর্তন এবং মানবিক সংকটসহ বিশ্বের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে আরও বলেন যে এই সমস্যাগুলির জন্য জাতি ও সভ্যতাগুলোর মধ্যে সহযোগিতা ও সহানুভূতি প্রয়োজন। তাঁর মতে, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের নীতিগুলো আজ হুমকির সম্মুখীন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে নিরাপত্তা পরিষদের কার্যকারিতা দুর্বল হয়ে পড়েছে।

গারিবাবাদি ইহুদিবাদী ইসরারেয়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধকামিতা এবং আগ্রাসনের অভিযোগ এনে বলেন, তাদের কর্মকাণ্ড হাজার হাজার নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি জোর দিয়ে বলেন যে সভ্যতাগুলোর ঐক্যকে এই আধিপত্যবাদী নীতিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে মানবাধিকার ও বিশ্ব শান্তির জন্য ভূমিকা পালন করতে হবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইরানি জনগণ কখনই হুমকি ও আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করবে না এবং আগ্রাসীদের বিরুদ্ধে অনড় অবস্থানে রয়েছে। তিনি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জগুলির সমাধান খুঁজে বের করার এবং জাতিগুলোর ন্যায়বিচার রক্ষায় ভুমিকা রাখতে সব দেশকে আহ্বান জানান।#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।