১২ জানুয়ারী জাতীয় সংহতি; বিদেশী হুমকির বিরুদ্ধে সরকার-জনতার মেলবন্ধন
-
১২ জানুয়ারী, সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জ্ঞাপন
পার্সটুডে-সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাতে ১২ জানুয়ারী ইরানের জনগণকে আমন্ত্রণ জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং দল।
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ঘটনাবলী, বিশেষ করে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের আহ্বানে ১২ জানুয়ারীতে আবারও বিদেশী হুমকির বিরুদ্ধে ইরানি জনগণ জাতীয় ঐক্য এবং সংহতি প্রকাশ করেছে। এই ঘটনাটি কোনও সাময়িক প্রতিক্রিয়া নয় বরং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থনে এবং মার্কিন-ইহুদিবাদী ষড়যন্ত্রকে ব্যর্থ করার লক্ষ্যে সামাজিক ঐক্যের প্রকাশ।
সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দাঙ্গাকে ইরানের বিরুদ্ধে 'হাইব্রিড যুদ্ধ'র অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি এমন এক যুদ্ধ যার লক্ষ্য সামাজিক বিভাজন তৈরি করা, জনসাধারণের আস্থা হ্রাস করা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা ব্যাহত করা। এই পরিস্থিতিতে ১২ জানুয়ারী'র মিছিলে জনগণের উপস্থিতি একটি সামাজিক ও জাতীয় প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত। এই জনসমাগম ইরান-বিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনাকারীদের অশুভ উদ্দেশ্যকে ব্যাহত করবে।
অভ্যন্তরীণ ঐক্য হল বহিরাগত হুমকির বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধক এবং জনগণের উপস্থিতি বিভাজন তৈরির যেকোনো প্রচেষ্টাকেও অকার্যকর করে তোলে। ইরানি জনগণ সর্বদা ইসলামী প্রজাতন্ত্র ইরানের 'বৈধতা এবং স্থিতিশীলতার প্রধান ভিত্তি' হয়ে দাঁড়িয়েছে। জনগণের ব্যাপক উপস্থিতি দাঙ্গাবাজসহ সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের আমেরিকান-ইহুদিবাদী দোসরদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।
জনগণের এই সংহতি সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনাকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠায় যে, চাপের মুখে ইরান নত কিংবা বিভক্ত হবে না।#
পার্সটুডে/এনএম/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন