ইরানি জাতি শত্রুকে লক্ষ্য অর্জন করতে দেয়নি: বিশাল জনসমাবেশে সংসদ স্পিকার কালিবফ
https://parstoday.ir/bn/news/iran-i156030-ইরানি_জাতি_শত্রুকে_লক্ষ্য_অর্জন_করতে_দেয়নি_বিশাল_জনসমাবেশে_সংসদ_স্পিকার_কালিবফ
পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার দৃশ্যপটে বিপুল সংখ্যক জনতার পুনরাবির্ভাবের ঘটনাকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন শত্রুতার বিরুদ্ধে জাগরণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন: আজ, ইরানের দল, মত, ধর্ম, জাতি গোষ্ঠী নির্বিশেষে ৯ কোটি মানুষ বিদেশী শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এটি ছিল ইরানি জাগরণের টার্নিং পয়েন্ট।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:১০ Asia/Dhaka
  • • ইরানের সংসদ স্পিকার কালিবাফ মোহাম্মদ বাকের কালিবফ
    • ইরানের সংসদ স্পিকার কালিবাফ মোহাম্মদ বাকের কালিবফ

পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার দৃশ্যপটে বিপুল সংখ্যক জনতার পুনরাবির্ভাবের ঘটনাকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন শত্রুতার বিরুদ্ধে জাগরণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন: আজ, ইরানের দল, মত, ধর্ম, জাতি গোষ্ঠী নির্বিশেষে ৯ কোটি মানুষ বিদেশী শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এটি ছিল ইরানি জাগরণের টার্নিং পয়েন্ট।

পার্সটুডে-র খবরে বলা হয়েছে, ইসরায়েল-মার্কিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং ইরানে দাঙ্গাবাজদের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তেহরানের ইনকিলাব স্কয়ারে অনুষ্ঠিত বিশাল সমাবেশে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেন, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধে, ইরানের মহান জাতি শত্রুকে তার লক্ষ্য অর্জন করতে দেয়নি এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে শত্রুর প্রতিটি পদক্ষেপ ব্যর্থ করে দিয়েছে এবং এই জাতি শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।

কালিবফ বলেছেন যে ১২ দিনের যুদ্ধের সাত মাস পরও শত্রু তার অশুভ এবং অপরাধমূলক আকাঙ্ক্ষা ত্যাগ করবে না উল্লেখ করে তিনি আরও বলেছেন: অপরাধী শত্রুরা ইরানকে শক্তিশালী এবং স্বাধীন হতে বাধা দিতে চায় এবং এটা আজ, সম্পূর্ণ স্পষ্ট। আমরা সকলেই দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে ইরানকে হুমকি দিয়েছেন কারণ তিনি যেকোনো অজুহাতে গৃহযুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

ইরানের সংসদ স্পিকার প্রধান বলেন: যারা নিজেদের বিদেশী ভাড়াটে সৈন্য বলে মনে করেন, তারা মার্কিন প্রেসিডেন্টকে তাদের মাতৃভূমিতে স্বাগত জানাচ্ছে এবং তারা নিজের মাতৃভূমির চেয়ে মার্কিন প্রেসিডেন্টকে বেশি পছন্দ করছে। এরা অতীতের সেই একই দায়েশ বা আইএস জঙ্গির সদস্য।  আপনারা সকলেই দেখেছেন যে তারা অন্যান্য দেশের সাথে কী করেছে। এরা হল রাষ্ট্রহীন, ধর্মবিরোধী আইএস জঙ্গির সদস্য এবং সশস্ত্র ভাড়াটে সৈন্য যারা আমাদের জাতির সাথে সন্ত্রাসী যুদ্ধ শুরু করেছে।

নৈরাজ্যের সময় ইরানে সন্ত্রাসী বাহিনীর বর্বরতার কথা উল্লেখ করে কালিবফ আরও বলেন: আপনারা দেখেছেন যে তারা কারও প্রতি দয়া দেখায়নি। তারা দেশকে বিভক্ত করার জন্য ইরানের জনগণের উপর প্রতিশোধ নিতে বিভিন্ন শহরে এসেছিল এবং এমনভাবে কাজ করেছিল যাতে সন্ত্রাস ও আতঙ্ক তৈরি হয়।

কালিবফ আরও বলেন: আমাদের শত্রুরা আজ আবার তাদের ভুল ধারণায় আটকা পড়েছে এবং আজ তারা দেখতে পেয়েছে যে ইরানের সন্তানরা কখনও পিছু হটেনি এবং তেহরানসহ সারা দেশে ইরানকে রক্ষা করেছে এবং তাদের সমস্ত শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।