ইরানে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলকে সহিংসতায় রূপ দিয়েছে আমেরিকা ও ইসরায়েল: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i156092-ইরানে_শান্তিপূর্ণ_প্রতিবাদ_মিছিলকে_সহিংসতায়_রূপ_দিয়েছে_আমেরিকা_ও_ইসরায়েল_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৪, ২০২৬ ২০:৩৮ Asia/Dhaka
  • আরব আমিরাত ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    আরব আমিরাত ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোনালাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মতবিনিময় হয়।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সাম্প্রতিক সময়ে ইরানে ঘটে যাওয়া অস্থিরতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উসকানিতে কিছু সন্ত্রাসী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলকে সহিংসতায় রূপ দেওয়ার চেষ্টা করেছিল। তবে জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সচেতনতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মঙ্গলবার টেলিফোনে কথা বলেন। এই আলোচনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।

এই ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক কয়েক দিনের ঘটনাবলী ব্যাখ্যা করে বলেন, বিদেশ-সমর্থিত সশস্ত্র এজেন্টরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলকে সহিংসতায় রূপ দিয়েছে, যার ফলে কয়েকজন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। তিনি বিদেশি হস্তক্ষেপ ও দাঙ্গা সৃষ্টির বিষয়ে বিস্তারিত তথ্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শেয়ার করেন।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।