ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বৈঠক করে আমেরিকা তার অপরাধ ঢাকতে পারবে না
https://parstoday.ir/bn/news/iran-i156144-ইরানের_বিরুদ্ধে_নিরাপত্তা_পরিষদের_বৈঠক_করে_আমেরিকা_তার_অপরাধ_ঢাকতে_পারবে_না
পার্সটুডে -ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোনালাপে বলেছেন,  সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্র ও সংগঠিত করার ক্ষেত্রে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ ভূমিকা এবং তাদের প্রতি মার্কিন সমর্থন স্পষ্ট।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৬ ১৬:৩৯ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনালাপ করেন।
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনালাপ করেন।

পার্সটুডে -ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোনালাপে বলেছেন,  সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্র ও সংগঠিত করার ক্ষেত্রে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ ভূমিকা এবং তাদের প্রতি মার্কিন সমর্থন স্পষ্ট।

ইরানের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা  গতকাল বৃহস্পতিবার  নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মার্কিন অনুরোধে অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে ইরানের অভ্যন্তরীণ ঘটনাবলী সম্পর্কে হস্তক্ষেপমূলক অবস্থান নিয়েছেন।  ইরনার বরাত দিয়ে পার্সটুডে অনুসারে,ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি বৃহস্পতিবার রাতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোনালাপে উল্লেখ করেছেন,  আইন প্রয়োগকারী বাহিনী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে সংঘটিত জঘন্য অপরাধ, শিশু ও নারী হত্যা, মানুষ পুড়িয়ে মারা, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে আক্রমণ, বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক গাড়ি পুড়িয়ে মারা, মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস করা, আইএসআইএস সন্ত্রাসবাদের একটি মডেল এবং আমরা জাতিসংঘকে এই অপরাধের নিন্দা জানাতে দাবি করছি।

আরাকচি আরো বলেন, ইরানের অভ্যন্তরীণ উন্নয়ন মোকাবেলার অজুহাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন পদক্ষেপ অগ্রসরমান পদক্ষেপ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, ইরানের জাতির উপর নিষ্ঠুর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে ইহুদিবাদী সরকারের সাথে জড়িত হয়ে হাজার হাজার ইরানি নাগরিক হত্যার জন্য দায়ী মার্কিন সরকার এবং সাম্প্রতিক অস্থিরতার সময় সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা শত শত ইরানি নাগরিকের হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়িয়েছে, তারা নিরাপত্তা পরিষদের বৈঠক করে তাদের অপরাধ ঢাকতে পারে না।

আরাকচি উল্লেখ করেছেন,  যেসব পক্ষের নিজেরাই পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং ফিলিস্তিনিদের গণহত্যায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে  জড়িত তাদের ইরানিদের প্রতি সহানুভূতি প্রকাশ করার মতো কোনো বিশ্বাসযোগ্যতা এবং অবস্থান নেই। এই টেলিফোনালাপে জাতিসংঘের মহাসচিব সমস্ত সরকারের মৌলিক মানবাধিকারকে সম্মান করার গুরুত্বও তুলে ধরেন। সামরিক হস্তক্ষেপসহ অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেন এবং জাতিসংঘ সনদের নীতিগুলিকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দেন, বিশেষ করে বলপ্রয়োগ বা বলপ্রয়োগ নিষিদ্ধ করার নীতি।#

পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।