ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক ব্ল্যাকমেইল: ইরানি বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/iran-i156482-ইরানের_বিরুদ্ধে_মার্কিন_হুমকি_রাজনৈতিক_ও_মনস্তাত্ত্বিক_ব্ল্যাকমেইল_ইরানি_বিশ্লেষক
পার্সটুডে- ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক মোস্তাফা খুশ-চেশম বলেছেন, ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের সাম্প্রতিক আচরণ বিশ্লেষণ করলে দেখা যায়- যুক্তরাষ্ট্রের হুমকিগুলো আসলে যুদ্ধের প্রস্তুতির চেয়ে বেশি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল।
(last modified 2026-01-27T10:19:38+00:00 )
জানুয়ারি ২৭, ২০২৬ ১৬:৩৭ Asia/Dhaka
  •  মোস্তাফা খুশ-চেশম
    মোস্তাফা খুশ-চেশম

পার্সটুডে- ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক মোস্তাফা খুশ-চেশম বলেছেন, ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের সাম্প্রতিক আচরণ বিশ্লেষণ করলে দেখা যায়- যুক্তরাষ্ট্রের হুমকিগুলো আসলে যুদ্ধের প্রস্তুতির চেয়ে বেশি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল।

তিনি বলেন, ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বহুমাত্রিক পরিকল্পনার ব্যর্থতা একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে। এতে প্রমাণ হয়েছে যে, শত্রুরা শুধু ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে ব্যর্থ হয়নি, বরং ইরানের অভ্যন্তরীণ ঐক্য আরও শক্তিশালী হয়েছে।

পার্সটুডে’র প্রতিবেদনে তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয় পুষিয়ে নিতে ভিন্ন পথ অবলম্বন করেছে, যার মধ্যে ছিল হাইব্রিড যুদ্ধ, সাইবার হামলা, কূটনৈতিক চাপ এবং স্ন্যাপব্যাক ম্যাকানিজম সক্রিয় করার চেষ্টা। অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে অসন্তোষ উসকে দেওয়া এবং তা বিশৃঙ্খলায় রূপ দেওয়াও এই কৌশলের অংশ ছিল।

খুশ-চেশমের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে অস্থিরতা সৃষ্টি, সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় করা এমনকি কিছু শহর দখলের ক্ষেত্র তৈরির চেষ্টা করেছিল, কিন্তু এসব পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের ক্ষমতাকাঠামো এবং সামরিক সংঘাতের পরিণতির কথা ভেবে যুক্তরাষ্ট্রকে বাস্তব যুদ্ধে প্রবেশ থেকে বিরত রেখেছে। তাই তারা শুধু ভয়ের পরিবেশ তৈরি এবং মিডিয়ার মাধ্যমে চাপের পথ বেছে নিয়েছে। এ কারণেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি বাস্তবতার চেয়ে বেশি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক ব্ল্যাকমেইল।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।