রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেন ইরানি কুস্তিগির কাসেম রেজায়ী
https://parstoday.ir/bn/news/iran-i17422-রিও_অলিম্পিকে_ব্রোঞ্জ_জিতলেন_ইরানি_কুস্তিগির_কাসেম_রেজায়ী
ব্রাজিলের রিও অলিম্পিকে গ্রেকো-রোমান কুস্তির ৯৮ কেজি ওজনশ্রেণিতে ইরানের কুস্তিগির কাসেম রেজায়ী ব্রোঞ্জ পদক জিতেছেন। চলতি অলিম্পিকে এটি ইরানের চতুর্থ পদক।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৭, ২০১৬ ০৮:২৫ Asia/Dhaka

ব্রাজিলের রিও অলিম্পিকে গ্রেকো-রোমান কুস্তির ৯৮ কেজি ওজনশ্রেণিতে ইরানের কুস্তিগির কাসেম রেজায়ী ব্রোঞ্জ পদক জিতেছেন। চলতি অলিম্পিকে এটি ইরানের চতুর্থ পদক।

এর আগে গ্রেকো-রোমান কুস্তির ৭৫ কেজি ওজনশ্রেণিতে ইরানের কুস্তিগির সাঈদ মোরাদ আবদেওয়ালী ব্রোঞ্জ পদক জেতেন।

মঙ্গলবার রাতে সুইডেনের কুস্তিগির ফ্রেডিক স্কোনের সঙ্গে ৪-৪ ব্যবধানে টাই করায় তাঁর ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে তিনি চীনা প্রতিপক্ষ শিয়াও ডি-কে ৭-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক নির্ধারনী প্লেঅফে খেলার যোগ্যতা অর্জন করেন।

কাসেম রেজায়ীকে বিজয়ী ঘোষণা

এই ইভেন্টে কিউবার ইয়াসমানি দানিয়েলকে পরাজিত করে আরমেনিয়ার কুস্তিগির স্বর্ণপদক আরতুর আলেক্সানইয়ান স্বর্ণপদক জেতেন।#


পার্সটুডে/আশরাফুর রহমান/১৭