প্যারা-অলিম্পিক: তীরন্দাজিতে স্বর্ণ জিতলেন ইরানি নারী
(last modified Fri, 16 Sep 2016 06:46:29 GMT )
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১২:৪৬ Asia/Dhaka
  • স্বর্ণ বিজয়ী জাহরা নেমাতি (মাঝে)
    স্বর্ণ বিজয়ী জাহরা নেমাতি (মাঝে)

ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠানরত প্যারা-অলিম্পিকের তীরন্দাজিতে ইরানের নারী প্রতিযোগী জাহরা নেমাতি অসাধারণ নৈপুণ্য দেখিয়ে স্বর্ণপদক জিতেছেন। এর ফলে ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্মানজনক এ আসরে এখন পর্যন্ত ১৯টি পদক অর্জনে সক্ষম হলো।

গতকাল (বৃহস্পতিবার) ৩১ বছর বয়সী নেমাতি নারীদের এককে চীনের প্রতিযোগী উ চুনইয়ানকে ৬-৪ সেটে পরাজিত করে স্বর্ণ জেতেন। প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়ার লি হাওয়া সুককে পরাজিত করে পোল্যান্ডের অ্যাথলেট মিলেনা ওলসজেওয়াস্কা ব্রোঞ্জ পদক জিতে নেন।

এদিকে, তীরন্দাজিতে নেমাতি স্বর্ণপদক পাওয়ায় ইরান গতকাল মোট তিনটি পদক জিতেছে। এদিন নেমাতির আগে বর্শা নিক্ষেপে ইরানের অ্যাথলেট মোহসেন কায়েদি ব্রোঞ্জ পদক পান। তিনি তার বর্শা ৩৩.৪২ মিটার দূরে ছুঁড়তে সক্ষম হন। এ ইভেন্টে কলম্বিয়ার প্রতিযোগী মরিকো ভ্যালেন্সিয়া স্বর্ণ এবং চীনের ওয়াং ইয়ানঝাং রৌপ্যপদক পান। এছাড়া, পুরুষদের বর্শা নিক্ষেপে ইরানের জাওয়াদ হারদানি ব্রোঞ্জ পদক জিতেছেন।

ইরান এ পর্যন্ত যে ১৯টি পদক জিতেছে তার মধ্যে রয়েছে সাতটি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ। তালিকায় ১৯১টি পদক নিয়ে চীন সবার ওপরে রয়েছে। ১০৮টি পদক নিয়ে ব্রিটেন দ্বিতীয় এবং ৯২টি পদক নিয়ে ইউক্রেন তৃতীয় অবস্থান রয়েছে। ইরান রয়েছে তালিকার ১৫ নম্বর অবস্থানে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬

 

ট্যাগ