ইরান-ভিয়েতনাম সম্পর্কে নতুন অধ্যায় সূচিত হয়েছে: রুহানি
(last modified Fri, 07 Oct 2016 01:31:25 GMT )
অক্টোবর ০৭, ২০১৬ ০৭:৩১ Asia/Dhaka
  • নুয়েন ফু ত্রং’র সঙ্গে বৈঠক করছেন  রুহানি
    নুয়েন ফু ত্রং’র সঙ্গে বৈঠক করছেন রুহানি

ভিয়েতনাম সফররত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির পদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিজের সাক্ষাৎকে ফলপ্রসু হিসেবে অভিহিত করে বলেছেন, তার এ সফরের ফলে তেহরান-হ্যানয় সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছে।

বৃহস্পতিবার হ্যানয়ে ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নুয়েন ফু ত্রং’র সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন রুহানি। তিনি বলেন, দু’দেশের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার অনেকগুলো ক্ষেত্র প্রস্তুত রয়েছে। বিশেষ করে গত বছর ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর তেহরানের সঙ্গে যেকোনো দেশের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার দরজা উন্মুক্ত হয়েছে।

দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে জ্বালানী, নয়া প্রযুক্তি, ব্যাংকিং, কৃষি ও মৎস্য খাতকে চিহ্নিত করেন প্রেসিডেন্ট রুহানি। ইরান-ভিয়েতনাম যৌথ কমিশনের আসন্ন ৯ম বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা নতুন মাত্রা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ভিয়েতনামের এ প্রভাবশালী নেতা দু’দেশের মধ্যকার সুসম্পর্কের দীর্ঘ ইতিহাসের কথা স্মরণ করে বলেন, এ সম্পর্ক শক্তিশালী করতে তার দেশ আগ্রহী। পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা সই হওয়ায় তিনি তেহরানকে অভিনন্দন জানান।

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রেসিডেন্ট রুহানি ভিয়েতনাম গেছেন। হ্যানয় সফর শেষ করে তিনি মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭

ট্যাগ