পরমাণু সমঝোতা বাস্তবায়ন: কেরির বক্তব্য প্রত্যাখ্যান করল তেহরান
ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। কেরি দাবি করেছিলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি ইরানের সমর্থনের কারণে দেশটির আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যাচ্ছে না।
এর প্রতিক্রিয়ায় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নে মার্কিন ব্যর্থতাকে ধামাচাপা দেয়ার জন্যই কেবল কেরি এ বক্তব্য দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে তিনি ‘পুরোপুরি ভুল ও অসত্য’ বলেও উল্লেখ করেন। আরাকচি বলেন, পরমাণু সমঝোতায় আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন সরকার।
২০১৫ সালের জুলাই মাসে মার্কিন নেতৃত্বাধীন ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান যা চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হয়। এ সমঝোতায় ইরান তার পরমাণু কর্মসূচিতে সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আরোপ করতে সম্মত হয় যারা বিনিময়ে তেহরানের ওপর থেকে পরমাণু কর্মসূচিকেন্দ্রীক সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় পাশ্চাত্য।
আরাকচি বলেন, পরমাণু সমঝোতার সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর কোনো সম্পর্ক নেই। কাজেই এ সমঝোতার ভিত্তিতে ইরান যখন তার প্রতিশ্রুতি পূরণ করেছে তখন পাশ্চাত্যের উচিত তেহরানের প্রতি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭