‘ইসরাইলের পরমাণু অস্ত্রের ব্যাপারে দ্বৈত নীতি নিয়েছে পাশ্চাত্য’
(last modified Sat, 19 Nov 2016 01:16:21 GMT )
নভেম্বর ১৯, ২০১৬ ০৭:১৬ Asia/Dhaka
  • রেজা নাজাফি
    রেজা নাজাফি

ইহুদিবাদী ইসরাইলের পরমাণু অস্ত্রভাণ্ডারের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর নীরবতার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তার জন্য ইসরাইলি পরমাণু অস্ত্র মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

শুক্রবার ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের ত্রৈমাসিক বৈঠকে এ নিন্দা জানান ওই সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি। তিনি বলেন, ইহুদিবাদী সরকারের পরমাণু অস্ত্রের ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী নীতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং এনপিটি চুক্তির জন্য বিরূপ পরিণতি বয়ে আনবে।

নাজাফি বলেন, জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম বহুবার ইসরাইলি পরমাণু অস্ত্র কর্মসূচির নিন্দা জানিয়ে ওই কর্মসূচি নিয়ন্ত্রণ করার জন্য আইএইএ’র প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের রাষ্ট্রদূত বলেন, দুঃখজনকভাবে আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করে বিগত বছরগুলোতে ইহুদিবাদী সরকার তার পরমাণু অস্ত্র কর্মসূচিকে ব্যাপক গতিতে এগিয়ে নিয়ে গেছে। এক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর নীরবতা তেল আবিবকে বেপরোয়া করে তুলেছে।

রেজা নাজাফি বলেন, পশ্চিমা দেশগুলোকে ইসরাইলি পরমাণু অস্ত্র কর্মসূচিতে সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে।

ফিলিস্তিনি ভূমি জবরদখল করে প্রতিষ্ঠিত অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছে ২০০ থেকে ৪০০ পরমাণু অস্ত্র আছে বলে মনে করা হয়। আন্তর্জাতিক আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন পর্যন্ত ইসরাইল তার পরমাণু কর্মসূচিতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশ করতে দেয়নি। সেইসঙ্গে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিও সই করেনি তেল আবিব।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯

ট্যাগ