আলেপ্পোয় পশ্চিমা নীতির ব্যর্থতা প্রমাণিত হয়েছে: আলী শামখানি
-
রোববার আলী শামখানির (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন আলেক্সান্ডার ল্যাভরান্তিয়েভ
সিরিয়ার আলেপ্পোয় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের পরাজয়ের ফলে দেশটিতে পশ্চিমা নীতির ব্যর্থতা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি তেহরান সফররত রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরান্তিয়েভের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
রোববার অনুষ্ঠিত এ বৈঠকে শামখানি বলেন, কৌশলগত গুরুত্বপূর্ণ আলেপ্পো নগরী সন্ত্রাসীদের কাছ থেকে পুনর্দখল করে সিরিয়ার সেনাবাহিনী বড় ধরনের সাফল্য অর্জন করেছে। ইরান, রাশিয়া, সিরিয়া এবং প্রতিরোধ আন্দোলনের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইরানের এই সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন, আলেপ্পোয় যাতে যুদ্ধবিরতি স্থায়ী হয় এবং সেখানে যাতে আর সন্ত্রাসীরা ফিরে আসতে না পারে এখন সে ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে যুদ্ধে ইরান, রাশিয়া ও সিরিয়ার মধ্যকার ঘনিষ্ঠ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন আলী শামখানি।
সাক্ষাতে রাশিয়ার বিশেষ প্রতিনিধি আলেপ্পোর পুনর্দখলকে সিরিয়া থেকে সন্ত্রাসবাদ উৎখাতের পথে বিশাল বিজয় বলে উল্লেখ করেন। এ বিজয়কে ধরে রাখতে সিরিয়ার সেনাবাহিনীকে সব ধরনের সমর্থন দেয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সিরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সহযোগিতা দিচ্ছে তেহরান ও মস্কো।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯