হজ বৈঠক: সৌদি আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করল ইরান
জানুয়ারি ১০, ২০১৭ ১৫:২২ Asia/Dhaka
-
ইরানের সর্বোচ্চ নেতার হজ প্রতিনিধি সাইয়্যেদ আলি কাজি-আসকার
ইরান, আগামী বছরের হজের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য সৌদি আরব থেকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের সর্বোচ্চ নেতার হজ প্রতিনিধি সাইয়্যেদ আলি কাজি-আসকার বলেছেন, হজ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক এবং আলোচনার সৌদি আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যে ইরান এ আমন্ত্রণের জবাব দেবে বলে জানান তিনি। তিনি বলেন, বৈঠকে হজ যাত্রীদের আবাসন, পরিবহন, নিরাপত্তা, চিকিৎসা সেবা, ভিসা এবং ব্যাংক লেনদেনের বিষয়ে আলোচনা হবে।
অবশ্য গত সপ্তাহে এ ধরণের আমন্ত্রণ পাওয়ার কথা নাকচ করে দিয়েছিলেন ইরানের হজ বিষয়ক সংস্থার প্রধান হামিদ মোহাম্মদি।#
পার্সটুডে/মূসা রেজা/১০
ট্যাগ