ইরানে আসছে আরো ১৩০ টন ইউরেনিয়াম
https://parstoday.ir/bn/news/iran-i30814-ইরানে_আসছে_আরো_১৩০_টন_ইউরেনিয়াম
ইরান শিগগিরই আরো ১৩০ টন ইউরেনিয়াম আমদানি করবে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি। তিনি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পরমাণু সমঝোতা পর্যবেক্ষণকারী যৌথ কমিশনের সদস্য দেশগুলো ইরানকে ১৩০ টন ইউরেনিয়াম কেনার অনুমতি দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৭ ০৭:৩৬ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি
    ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি

ইরান শিগগিরই আরো ১৩০ টন ইউরেনিয়াম আমদানি করবে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি। তিনি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পরমাণু সমঝোতা পর্যবেক্ষণকারী যৌথ কমিশনের সদস্য দেশগুলো ইরানকে ১৩০ টন ইউরেনিয়াম কেনার অনুমতি দিয়েছে।

তিনি বলেন, এর আগেও ওই কমিশনের অনুমোদনসাপেক্ষে ইরান ২২০ টন ইউরেনিয়াম আমদানি করেছিল।  এবার এই ১৩০ টন ইউরেনিয়াম ইরানে প্রবেশ করলে তেহরানের হাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউরেনিয়ামের পরিমাণ দাঁড়াবে ৩৫০ টন।

কামালবান্দি বলেন, “অবশ্য শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে শিল্প পর্যায়ে উন্নীত করতে হলে আমাদের আরো বেশি ইউরেনিয়াম প্রয়োজন। সেজন্য দেশের ভেতরে ইউরেনিয়াম অনুসন্ধান ও তা সংগ্রহ করার প্রক্রিয়াও জোর কদমে এগিয়ে চলেছে।”

সম্প্রতি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পর্যবেক্ষণকারী যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। আমেরিকার পক্ষ থেকে ওই সমঝোতা লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে ইরান এ বৈঠকের আহ্বান জানিয়েছিল। বেহরুজ কামালবান্দি ভিয়েনা বৈঠকে যোগদান শেষে বৃহস্পতিবার তেহরানে ফিরে আইআরআইবি’কে দেয়া সাক্ষাৎকারে ইউরেনিয়াম আমদানি করার এ খবর জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩