বাণিজ্যিক ভবন ধসের ঘটনায় ইরানে জাতীয় শোক ঘোষণা
ইরানের রাজধানী তেহরানের সবচেয়ে পুরনো সুউচ্চ ভবন ধসে পড়ার ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট রুহানির মন্ত্রিসভার এক বৈঠকে আজ (শনিবার) এ শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
মন্ত্রিসভার এক বিবৃতিতে, পুরান তেহরানের ১৭ তলা প্লাসকো ভবন ধসে পড়ে অন্তত ২০ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এতে বলা হয়, ভবনটির আগুন নেভানোর কাজে অগ্নিনির্বাপক কর্মীরা সর্বোচ্চ আত্মত্যাগের নজীর স্থাপন করেছেন।
বৃহস্পতিবার সকালে পুরান তেহরানের জমহুরি অ্যাভিনিউ’র ১৭ তলা ‘প্লাসকো’ বাণিজ্যিক ভবনে আগুন লাগে। এর কয়েক ঘন্টা পর যখন ফায়ার সার্ভিসের বহু কর্মী আগুন নেভানোর কাজ করছিলেন তখন হঠাৎ এটি সম্পূর্ণ ধসে পড়ে।
এদিকে ধসে পড়া প্লাসকো ভবন থেকে শুক্রবার রাতে দু’জন অগ্নিনির্বাপক কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তেহরান ফায়ার সার্ভিসের মুখপাত্র জালাল মালাকি বলেছেন, তার বাহিনীর কর্মীরা ভবনের ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া বাকি মৃতদেহগুলো উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে এই ঘটনায় গুরুতর আহত এক অগ্নিনির্বাপক কর্মী শুক্রবার সকালে হাসপাতালে মারা যান। বলা হয়েছে, ধসে পড়া ভবনের মধ্যে অন্তত ২০ ফায়ার ব্রিগেড কর্মী আটকা পড়েছেন।
মালাকি বলেছেন, বিশাল ধ্বংসস্তুপের ভেতরে এখনো কোথাও কোথাও আগুন জ্বলতে থাকায় আটকে পড়া ব্যক্তিদের কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
১৯৬২ সালে ভবনটি উদ্বোধন করা হয়েছিল এবং একটি প্লাস্টিক নির্মাণ কোম্পানির নামে এটির নামকরণ করা হয়। সে সময় এরচেয়ে উঁচু ভবন আর তেহরানে ছিল না। ভবনটিতে শপিং সেন্টার ও কাপড়-চোপড়ের বহু দোকান ছিল।প্লাসকো ভবন ধসের ঘটনায় প্রাথমিকভাবে আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২০ কোটি ডলার।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১