বাণিজ্যিক ভবন ধসের ঘটনায় ইরানে জাতীয় শোক ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i31450-বাণিজ্যিক_ভবন_ধসের_ঘটনায়_ইরানে_জাতীয়_শোক_ঘোষণা
ইরানের রাজধানী তেহরানের সবচেয়ে পুরনো সুউচ্চ ভবন ধসে পড়ার ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট রুহানির মন্ত্রিসভার এক বৈঠকে আজ (শনিবার) এ শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২১, ২০১৭ ০৭:২১ Asia/Dhaka
  • ধসে পড়ার কিছুক্ষণ আগে প্লাসকো ভবনের আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা
    ধসে পড়ার কিছুক্ষণ আগে প্লাসকো ভবনের আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা

ইরানের রাজধানী তেহরানের সবচেয়ে পুরনো সুউচ্চ ভবন ধসে পড়ার ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট রুহানির মন্ত্রিসভার এক বৈঠকে আজ (শনিবার) এ শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার সকালে ১৭ তলা ভবনটির শীর্ষ তলা থেকে আগুনের সূত্রপাত হয়

মন্ত্রিসভার এক বিবৃতিতে, পুরান তেহরানের ১৭ তলা প্লাসকো ভবন ধসে পড়ে অন্তত ২০ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এতে বলা হয়, ভবনটির আগুন নেভানোর কাজে অগ্নিনির্বাপক কর্মীরা সর্বোচ্চ আত্মত্যাগের নজীর স্থাপন করেছেন।

কয়েক ঘন্টা পর মুহূর্তের মধ্যে ভবনটি ধসে পড়ে মাটির সঙ্গে মিশে যায়

বৃহস্পতিবার সকালে পুরান তেহরানের জমহুরি অ্যাভিনিউ’র ১৭ তলা ‘প্লাসকো’ বাণিজ্যিক ভবনে আগুন লাগে।  এর কয়েক ঘন্টা পর যখন ফায়ার সার্ভিসের বহু কর্মী আগুন নেভানোর কাজ করছিলেন তখন হঠাৎ এটি সম্পূর্ণ ধসে পড়ে।

ধসে পড়া ভবনের নীচে আটকে পড়া সহকর্মীদের জন্য আহাজারি করছেন ফায়ার সার্ভিস কর্মীরা

এদিকে ধসে পড়া প্লাসকো ভবন থেকে শুক্রবার রাতে দু’জন অগ্নিনির্বাপক কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তেহরান ফায়ার সার্ভিসের মুখপাত্র জালাল মালাকি বলেছেন, তার বাহিনীর কর্মীরা ভবনের ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া বাকি মৃতদেহগুলো উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

১৯৬০-এর দশকে নির্মিত প্লাসকো ভবন এক সময় ছিল তেহরানের অহংকার (ফাইল ছবি)

এর আগে এই ঘটনায় গুরুতর আহত এক অগ্নিনির্বাপক কর্মী শুক্রবার সকালে হাসপাতালে মারা যান। বলা হয়েছে, ধসে পড়া ভবনের মধ্যে অন্তত ২০ ফায়ার ব্রিগেড কর্মী আটকা পড়েছেন।

ভবনটি ধসে পড়ার মুহূর্ত

মালাকি বলেছেন, বিশাল ধ্বংসস্তুপের ভেতরে এখনো কোথাও কোথাও আগুন জ্বলতে থাকায় আটকে পড়া ব্যক্তিদের কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

ভবনটির ভেতরে ছিল আধুনিক সব বাণিজ্যিক সুযোগ সুবিধা (ফাইল ছবি)

১৯৬২ সালে ভবনটি উদ্বোধন করা হয়েছিল এবং একটি প্লাস্টিক নির্মাণ কোম্পানির নামে এটির নামকরণ করা হয়। সে সময় এরচেয়ে উঁচু ভবন আর তেহরানে ছিল না। ভবনটিতে শপিং সেন্টার ও কাপড়-চোপড়ের বহু দোকান ছিল।প্লাসকো ভবন ধসের ঘটনায় প্রাথমিকভাবে আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২০ কোটি ডলার।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১