নতুন সরকারকে সহযোগিতা করবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ 
https://parstoday.ir/bn/news/event-i139460
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী আকবর আহমাদিয়ান বলেছেন, নতুন প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় পেজেশকিয়ানকে অভিনন্দনও জানিয়েছেন আহমাদিয়ান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১০, ২০২৪ ১২:২২ Asia/Dhaka
  • নতুন সরকারকে সহযোগিতা করবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী আকবর আহমাদিয়ান বলেছেন, নতুন প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় পেজেশকিয়ানকে অভিনন্দনও জানিয়েছেন আহমাদিয়ান।

গতকাল (মঙ্গলবার) ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান। তিনি বলেন, ইরানের জনগণের স্বার্থ নিশ্চিত করার জন্য প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হবে। 
ইরানি জনগণের স্বার্থ রক্ষা ও তাদের সমস্যা সমাধান এবং দেশের লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে পেজেশকিয়ানের নির্বাচন দেশের জন্য সম্পদ। 
গত ৫ জুলাই ইরানের রান অফ নির্বাচনে ৬৯ বছর বয়সী পেজেশকিয়ান সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।