‘মার্কিন নাগরিকদের ক্ষেত্রে একই ব্যবস্থা নেবে ইরান’
ইরানসহ সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপকে ‘অবৈধ, অমানবিক ও মানবাধিকারের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে তেহরান। ইরান বলেছে, দেশটি এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, ইরান ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে আমরা একই ধরনের ব্যবস্থা নেব।” তিনি আরো বলেন, “আমরা আমাদের সাধ্য অনুযায়ী বিশ্বব্যাপী আমাদের নাগরিকদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাব।”
ইরানসহ সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক নির্বাহী আদেশে সই করেন। এতে ৯০ দিনের জন্য ইরান, ইরাক, সিরিয়া, সুদান, লিবিয়া, ইয়েমেন ও সোমালিয়ার নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেইসঙ্গে ১২০ দিনের জন্য আমেরিকায় সব ধরনের শরণার্থীর প্রবেশাধিকারও স্থগিত করা হয়।
এর প্রতিক্রিয়ায় সোমবার জাহাঙ্গিরি আরো বলেছেন, ইরান এ বিষয়টিকে আন্তর্জাতিক সংস্থাগুলোতে উত্থাপন করবে এবং মানবাধিকার রক্ষার যে বুলি ওয়াশিংটন আওড়ায় তার মুখোশ উন্মোচন করে দেবে। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বলেন, তার দেশের নাগরিকরা বিশ্বের ‘সবচেয়ে সভ্য’ জাতি। কাজেই তাদেরকে সন্ত্রাসবাদে সমর্থনের জন্য অভিযুক্ত করা যায় না।
জাহাঙ্গিরি বলেন, ইরানি জনগণ নিজেরাই সন্ত্রাসবাদের শিকার এবং আমেরিকার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সন্ত্রাসীদের বিরুদ্ধে তেহরানের যুদ্ধে তারা সরকারের পাশে রয়েছে। আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া ও ইরাকে সন্ত্রাসীদের ইরানের জনগণ স্বস্তিতে থাকতে দেয়নি বলেও উল্লেখ করেন ইরানের ভাইস প্রেসিডেন্ট।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১