ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশ্ব দরবারে ইরানের জাতীয় মর্যাদার প্রতীক: আহমাদ খাতামি
(last modified Fri, 03 Feb 2017 13:52:56 GMT )
ফেব্রুয়ারি ০৩, ২০১৭ ১৯:৫২ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশ্ব দরবারে ইরানের জাতীয় মর্যাদার প্রতীক: আহমাদ খাতামি

আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশ্ব দরবারে ইরানের জাতীয় ক্ষমতা ও মর্যাদার প্রতীক।

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব ইরানের পক্ষ থেকে পরমাণু সমঝোতা লঙ্ঘনের ব্যাপারে পশ্চিমাদের দাবি প্রসঙ্গে আজ এ মন্তব্য করেন।

আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আরও বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ইরান কোনোভাবেই পরমাণু সমঝোতা লঙ্ঘন করে নি বরং ইরানের ওপর ১০ বছরের জন্য অবরোধ নবায়নের মাধ্যমে আমেরিকাই সমঝোতা লঙ্ঘন করেছে।

আয়াতুল্লাহ খাতামি একইভাবে ইরানসহ সাতটি মুসলিম দেশের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞার নিন্দা করেছেন।

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে সংঘটিত বিক্ষোভ সম্পর্কে জনাব খাতামি বলেন, আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত দেশের তালিকায় বিশ্বে সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক সৌদিআরবের নাম নেই।

এই সন্ত্রাসীদের হাতেই বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

আটত্রিশতম বিপ্লব বার্ষিকীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এবারের ২২ বাহমান বা ১০ ফ্রেব্রুয়ারিতে ইরানের আপামর জনগণ বিজয় মিছিলে অংশ নিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেবে।

জুমার নামাজের খতিব বলেন ইসলামি বিপ্লব বিজয়ের কল্যাণে ইরান বিশ্বের অন্যতম একটি স্বাধীন দেশ। ইরানের বিপ্লবী জনতা তাদের এই স্বাধীনতা ও বিপ্লবের আশা-আকাঙ্ক্ষাগুলোর ওপর দৃঢ়ভাবে অটল অবিচল থাকবে।*

পার্সটুডে/নাসির মাহমুদ/৩

 

 

ট্যাগ