শাবে ইয়ালদা উপলক্ষে তেহরানে আলোর উৎসব + ছবি
-
তেহরানের মিল্লাত পার্কে আলোর উৎসব
পার্সটুডে : বছরের দীর্ঘতম রাত 'শাবে ইয়ালদা' উপলক্ষে তেহরানের মিল্লাত পার্কে চলছে আলোর উৎসব। ফার্সি ২৫ অযার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া উৎসবটি আজ (শনিবার) শেষ হবে। পার্সটুডে'র এই সচিত্র প্রতিবেদনে ঐতিহ্যবাহী ইয়ালদা উৎসবের ওপর দৃষ্টিপাত করা হয়েছে।
শাবে ইয়ালদা যা ফার্সি ৩০ অযার বা ২১ ডিসেম্বরের সূর্যাস্ত (শরতের শেষ দিন) থেকে শুরু হয় এবং ১ দেই (২২ ডিসেম্বর) সূর্যোদয় (শীতের প্রথম দিন) পর্যন্ত অব্যাহত থাকে।
ফার্সি নববর্ষ বা নওরোজ এবং চা'হা'রশানবেহ-সুরির মতো ইরানের প্রাচীন ইতিহাস এবং সংস্কৃতিতে এর শিকড় রয়েছে।
'ইয়ালদা' শব্দটি এসেছে সিরিয়াক ভাষা থেকে, যার অর্থ 'জন্ম' বা 'উৎপত্তি'। এই উৎসবের ইতিহাস হাজার হাজার বছরের পুরোনো। কিছু প্রত্নতত্ত্ববিদ ইরানি মাস সম্পর্কিত মৃৎপাত্র ও প্রাণীর চিত্রের উপর ভিত্তি করে ইয়ালদার প্রাচীনত্ব সাত হাজার বছর আগে পর্যন্ত অনুমান করেছেন।
ইয়ালদার একটি জনপ্রিয় রীতি হলো- ইরানের বিখ্যাত কবি হাফেজের কাব্যগ্রন্থ থেকে ফাল (ভবিষ্যদ্বাণীমূলক কবিতা পাঠ) নেওয়া। পরিবারের প্রবীণ ব্যক্তি হাফেজের দিওয়ান খুলে একটি গজল পাঠ করেন এবং তার ব্যাখ্যা দেন। হাফেজের অধিকাংশ কবিতাই প্রেম ও আশাবাদে পরিপূর্ণ হওয়ায় এই ফাল সাধারণত আনন্দদায়ক হয়ে থাকে।
ইরানের ব্যস্ততম রাস্তায় উঁকি দিলে দেখা যায় মুদি ও কনফেকশনারি দোকানগুলো যেন মহাউৎসবে মেতে উঠেছে। সব শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনীয় খাবার-দাবার কিনে মজা উপভোগ করার প্রস্তুতি নিচ্ছে।
রাতে উষ্ণ খাবার শেষে অনেকে কবিতা, গল্প ও বাদ্যযন্ত্র বাজিয়ে অসাধারণ মুহূর্ত কাটায়। মধ্যরাত পর্যন্ত এই উৎসব চলতে থাকে।#
পার্সটুডে/এমএআর/২০