• শাবে ইয়ালদা উপলক্ষে তেহরানে আলোর উৎসব + ছবি

    শাবে ইয়ালদা উপলক্ষে তেহরানে আলোর উৎসব + ছবি

    ডিসেম্বর ২০, ২০২৫ ১৭:১৪

    পার্সটুডে : বছরের দীর্ঘতম রাত 'শাবে ইয়ালদা' উপলক্ষে তেহরানের মিল্লাত পার্কে চলছে আলোর উৎসব। ফার্সি ২৫ অযার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া উৎসবটি  আজ (শনিবার) শেষ হবে। পার্সটুডে'র এই সচিত্র প্রতিবেদনে ঐতিহ্যবাহী ইয়ালদা উৎসবের ওপর দৃষ্টিপাত করা হয়েছে।