ইরানের কারে দগ প্রদেশে শাবে ইয়ালদা অনুষ্ঠান পালনের দৃশ্য
https://parstoday.ir/bn/news/iran-i132420-ইরানের_কারে_দগ_প্রদেশে_শাবে_ইয়ালদা_অনুষ্ঠান_পালনের_দৃশ্য
শাবে ইয়ালদা’ ইরানের শীতকালীন একটি জনপ্রিয় উৎসব যা প্রাচীন কাল থেকেই ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়ে আসছে। এ উৎসবকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৩ ২০:০৫ Asia/Dhaka
  • ইরানের কারে দগ প্রদেশে শাবে ইয়ালদা অনুষ্ঠান পালনের  দৃশ্য

শাবে ইয়ালদা’ ইরানের শীতকালীন একটি জনপ্রিয় উৎসব যা প্রাচীন কাল থেকেই ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়ে আসছে। এ উৎসবকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। 

‘শাবে ইয়ালদা’ ঘিরে ইরানে রয়েছে বেশ কিছু ঐতিহ্য। শীতের দীর্ঘতম এই রাতে পরিবারগুলো একত্রিত হয়ে কবিতা এবং উৎসবে মেতে ওঠে। সঙ্গে ঐতিহ্যবাহী তরতাজা ফলমূলের সমাহার তো রয়েছেই। করুণাময় এই রাতে ইরানিদের কাছে শীতকালীন শীতলতা যেন পরাজিত হয়। ভালোবাসার উষ্ণতা পুরো পরিবারকে আলিঙ্গন করে। আত্মাগুলো একে অপরের আরও বেশি ঘনিষ্ঠ হয়ে ভালোবাসা বিনিময়ে মেতে ওঠে।#

 

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।