হরমুজ-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ইরান
(last modified Thu, 09 Mar 2017 18:19:36 GMT )
মার্চ ১০, ২০১৭ ০০:১৯ Asia/Dhaka
  • হরমুজ-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
    হরমুজ-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরান চলতি সপ্তাহে হরমুজ-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হরমুজ-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটার এবং পরীক্ষার সময় ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়। ক্ষেপণাস্ত্রটি মূলত নৌবাহিনীর ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এবং সমুদ্রে ভ্রাম্যমান লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। হরমুজ-২ ক্ষেপণাস্ত্রটি খালিজে ফার্স বা পারস্য উপসাগর নামের জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই।

খালিজে ফার্স ক্ষেপণাস্ত্র

বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসন চালাতে গেলে তেহরানের পক্ষ থেকে তারা বিস্ময়কর জবাব পাবে। এর একদিন পর জেনারেল হাজিজাদেহ হরমুজ-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালেন।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯

 

ট্যাগ