ইরাকে ইসরাইলপন্থী ইরান-বিরোধী কুর্দি সন্ত্রাসীদের ওপর ভয়াবহ ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
(last modified Thu, 29 Sep 2022 14:06:06 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২২ ২০:০৬ Asia/Dhaka
  • ইরাকে ইসরাইলপন্থী ইরান-বিরোধী কুর্দি সন্ত্রাসীদের ওপর ভয়াবহ ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসী নানা গ্রুপ ইরান-বিরোধী তৎপরতা বৃদ্ধি করায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই গ্রুপগুলোর নানা ঘাঁটি ও অবস্থানের ওপর আবারও হামলা চালিয়েছে।

ইহুদিবাদী ইসরাইল, পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো ও তাদের আঞ্চলিক সহযোগী নানা সরকারের মদদপুষ্ট কয়েকটি সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী কুর্দি গ্রুপ সাম্প্রতিক সময়ে ইরানের কুর্দিস্তানেও বেশ সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছে। উল্লেখ্য ইরাকি কুর্দিস্তানে ইহুদিবাদী ইসরাইলের সক্রিয় উপস্থিতি রয়েছে। ইরাকি কুর্দিস্তান স্বায়ত্ত্বশাসিত সরকারকে ইরানের নিরাপত্তা বিঘ্নকারী এসব সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়ার বিষয়ে তেহরানের পক্ষ থেকে সতর্ক করে দেয়া সত্ত্বেও এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

সন্ত্রাসী ওই গোষ্ঠীগুলো সম্প্রতি ইরানে এক কুর্দি যুবতির স্বাভাবিক মৃত্যুর অজুহাতে সৃষ্ট দাঙ্গা ও ভাংচুরেও ভূমিকা রেখেছে এবং এ ধরনের ভূমিকা অব্যাহত রাখার চেষ্টা করেছে। তারা ইরানের ভেতরে অস্ত্র এনে নানা হত্যাকাণ্ড ঘটিয়ে এবং সরকারি ও জনগণের নানা সম্পদ ধংসের চেষ্টা করে সেসবের দায় ইরানের ইসলামী সরকারের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে।

ইরানে ধ্বংসাত্মক নানা তৎপরতা চালানোর জন্য ইরাকি কুর্দিস্তানের ভেতরে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। এইসব সন্ত্রাসী গোষ্ঠীর অনেক অনুচর সীমান্ত অঞ্চল ছাড়াও ইরানের কেন্দ্রীয় অঞ্চল ও উত্তরাঞ্চলেও উপস্থিত হয়েছে। এরা ইরানি জনগণের অসচেতন কোনো কোনো নাগরিককে সরকারের বিরুদ্ধে উসকে দেয়ার ও তাদেরকে দাঙ্গা-হাঙ্গামায় নামানোর চেষ্টা করছে।  

এ অবস্থায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাকি কুর্দিস্তানে সন্ত্রাসী অবস্থানগুলোতে ব্যাপক ধ্বংসাত্মক আঘাত হেনেছে।

ইসলামী ইরান সন্ত্রাসবাদ মোকাবেলায় কাউকে কোনো ছাড় দেবে না বলে দৃঢ় অঙ্গীকারের কথা ঘোষণা করে এসেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরাকের কুর্দিস্তানে গতকাল ৭৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে সন্ত্রাসীদের অন্তত দশটি ঘাঁটি ধ্বংস করেছে।  এতে কোমোলে সন্ত্রাসী গ্রুপসহ নানা সন্ত্রাসী গ্রুপের বহু সদস্য ও কমান্ডার নিহত হয়েছে । #

পার্সটুডে/এমএএইচ/২৯ 

 

ট্যাগ