ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হাস্যকর দাবি
(last modified Sun, 21 May 2017 23:19:26 GMT )
মে ২২, ২০১৭ ০৫:১৯ Asia/Dhaka
  • কিছু আরব ও মুসলিম দেশের শীর্ষ সম্মেলনে ট্রাম্প
    কিছু আরব ও মুসলিম দেশের শীর্ষ সম্মেলনে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যতম সমস্যা বলে অভিহিত করেছেন। রিয়াদে কিছু আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্যও অভিযুক্ত করেছেন।

ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের বহু অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী; কাজেই দেশটিকে কোণঠাসা করে ফেলতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট এমন সময় ইরান বিরোধী বক্তব্য দিলেন যখন আমেরিকা, সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার প্রধান তিন উৎস। এ অঞ্চলে সন্ত্রাসবাদ ও সহিংসতার বিস্তার এবং নিরীহ মানুষের প্রাণহানির জন্য এই তিন  সরকার দায়ী।

ট্রাম্প আরো দাবি করেন, উগ্রবাদকে পরাজিত করা, মধ্যপ্রাচ্যের যুবকদের জন্য উন্নত ভবিষ্যত বিনির্মাণ এবং দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে সহযোগিতা গড়ে তুলতে তিনি সৌদি আরব সফর করছেন।

মার্কিন প্রেসিডেন্ট রিয়াদ সম্মেলনকে তার ভাষায় ‘মধ্যপ্রাচ্যে শান্তির সূচনা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, আমেরিকা এ অঞ্চলের দেশগুলোর পক্ষ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেবে না বরং আরব ও মুসলিম দেশগুলোকেই এ যুদ্ধ করতে হবে।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি সৌদি আরবের পৃষ্ঠপোষকতার কথা চেপে গিয়ে ট্রাম্প লেবাননের হিজবুল্লাহকে দায়েশ ও আল-কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে তুলনা করেন। অথচ বাস্তবতা হচ্ছে, সিরিয়ায় দায়েশ বিরোধী যুদ্ধের পুরোভাগে দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা করছে হিজবুল্লাহ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২

 

ট্যাগ