আল্লাহর ওপর পরিপূর্ণ নির্ভরতা বিজয়ের চাবিকাঠি: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i38612
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মহান আল্লাহর ওপর ভরসা করে যদি জীবন উৎসর্গ করে দেয়ার জন্য প্রস্তুত হওয়া যায় তাহলে মুমিনদের পক্ষে সব ধরনের বাধা-বিপত্তি ও চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজয় অর্জন সম্ভব হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ২৫, ২০১৭ ০৫:৪৮ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মহান আল্লাহর ওপর ভরসা করে যদি জীবন উৎসর্গ করে দেয়ার জন্য প্রস্তুত হওয়া যায় তাহলে মুমিনদের পক্ষে সব ধরনের বাধা-বিপত্তি ও চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজয় অর্জন সম্ভব হয়।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বুধবার বিকেলে ইরানের সেনা কমান্ডার, ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা এবং শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে দেয়া ভাষণে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানের ওপর ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেয়া আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে জীবন ও সম্পদের ক্ষতি সত্ত্বেও বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য অর্জিত হয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। আর তা হচ্ছে, সমাজে ইসলামি বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে হবে। ওই যুদ্ধের সময় ইরানি জনগণের মধ্যে যদি বিপ্লবী ও জিহাদি চেতনা না থাকত তাহলে ইসলামি বিপ্লব হুমকির মুখে পড়ত।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সত্যিকার অর্থে আল্লাহর ওপর নির্ভরতা মানুষকে সব ধরনের বিপদ-আপদের ওপর বিজয়ী করে দেয়। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে সে বিষয়টিই প্রমাণিত হয়েছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ন্যাটো এবং মধ্যপ্রাচ্যের সকল প্রতিক্রিয়াশীল শক্তি সেদিন ইরানের বিরুদ্ধে সাদ্দাম সরকারকে সহযোগিতা করেছে। কিন্তু কেবলমাত্র আল্লাহর ওপর নির্ভরতা ইরানকে এসব শক্তির বিরুদ্ধে বিজয় এনে দিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫