ইরানে রমজান উপলক্ষে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শুরু
মে ২৯, ২০১৭ ২১:২৮ Asia/Dhaka
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে আজ (সোমবার) থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী। তেহরানের ইমাম খোমেনী (রহ.) মোসাল্লা বা ঈদগাহ ময়দানে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ইরানের ইসলামি সংস্কৃতি ও দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ রেজা সালেহি আমিরি ওই প্রদর্শনী উদ্বোধন করে সবাইকে কুরআন চর্চার আহ্বান জানিয়েছেন।
এবারের প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ১৬টি প্রকাশনী ছাড়াও ইরানের ২৮১টি প্রকাশনী সংস্থা অংশ নিচ্ছে। এতে তথ্য-প্রযুক্তি নির্ভর বিভিন্ন আয়োজন থাকছে। আগামী ১৬ জুন কুরআন প্রদর্শনী শেষ হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯