কাল শহীদদের দাফন অনুষ্ঠানে থাকবেন প্রেসিডেন্ট, স্পিকার ও বিচার বিভাগের প্রধান
জুন ০৮, ২০১৭ ২০:৩৪ Asia/Dhaka
সন্ত্রাসী হামলায় শহীদদের দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিন বিভাগের প্রধান-প্রেসিডেন্ট, স্পিকার ও বিচার বিভাগের প্রধানসহ রাষ্ট্রীয় ও সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ।
ইরানের সংসদ পরিচালনা কমিটির সদস্য আকবার রাঞ্জবারযাদেহ’র উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামির সামনে কাল সকাল দশটায় স্পিকার আলি লারিজানির উপস্থিতিতে জানাজা ও দাফন পূর্ব আনুষ্ঠিকতা শুরু হবে।
সংসদের আনুষ্ঠানিকতা শেষে শহীদদের লাশ নিয়ে যাওয়া হবে তেহরানের জুমার নামাজের স্থানে।

গতকাল ইরানের সংসদ ভবন এবং ইমাম খোমেনি (রহ) এর মাজারে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের হামলায় ১৭ জন শহীদ এবং আরও বহু আহত হয়েছেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৮
ট্যাগ