তেহরানে সন্ত্রাসী হামলার সঙ্গে ট্রাম্পের সৌদি সফরের সম্পর্ক রয়েছে: গুলপাইগানি
-
ইরানের সর্বোচ্চ নেতার দফতর প্রধান মোহাম্মদ মোহাম্মদি গুলপাইগানি
ইরানের সর্বোচ্চ নেতার দফতর প্রধান ও বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মোহাম্মদ মোহাম্মদি গুলপাইগানি বলেছেন, তেহরানে সন্ত্রাসী হামলার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রিয়াদ সফরের সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ওই সফরকালে ইরানকে দুর্বল করার জন্য নানা ষড়যন্ত্র ও পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল।
ইরানের সর্বোচ্চ নেতার দফতর প্রধান তেহরানে সন্ত্রাসী হামলায় শহীদদের এক শোকানুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতার পাঠানো শোক বাণী পড়ে শোনান।

এ শোকানুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইরানের সংসদ মজলিশে শূরায়ে ইসলামীর প্রধান আলী লারিজানিও বলেছেন, সন্ত্রাসী হামলার ঘটনা থেকে প্রমাণিত হয়েছে শত্রুরা ইরানের ধর্মভিত্তিক জনগণের শাসন ব্যবস্থাকে টার্গেটে পরিণত করেছে। তিনি বলেন, ইরানকে বর্তমানে আঞ্চলিক দায়েশ ও আন্তর্জাতিক দায়েশকে মোকাবেলা করতে হচ্ছে। লারিজানি আরো বলেছেন, কেউ যদি সন্ত্রাসীদের মোকাবেলা করতে চায় তাহলে আন্তর্জাতিক দায়েশ অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।
ইরানের সংসদ স্পিকার মার্কিন সিনেটে ইরান বিরোধী নতুন বিলের কথা উল্লেখ করে বলেছেন, সন্ত্রাসীদেরকে আরো পৃষ্ঠপোষকতা করা ও ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করাই ওই বিলের উদ্দেশ্য। তিনি বলেন, আমেরিকা তার ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে গেছে। কারণ একদিকে ইরান এ অঞ্চলে সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে অন্যদিকে আমেরিকা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে।#
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/৯