ইরানের এক ক্ষেপণাস্ত্রের আঘাতেই ৫০ দায়েশ জঙ্গি খতম
https://parstoday.ir/bn/news/iran-i40518-ইরানের_এক_ক্ষেপণাস্ত্রের_আঘাতেই_৫০_দায়েশ_জঙ্গি_খতম
সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশের আল-মায়াদিন শহরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের ঘাঁটিতে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২০, ২০১৭ ০৫:০৮ Asia/Dhaka
  • একটি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে আইআরজিসি
    একটি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে আইআরজিসি

সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশের আল-মায়াদিন শহরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের ঘাঁটিতে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম এ খবর দিয়েছে।

চ্যানেলটি বলেছে, নিহত এসব জঙ্গির মধ্যে ছয়জন ছিল লিবিয়ার নাগরিক। এ ছাড়া আবু আসেম আল-লিবি এবং আব্দুল কাদের আল-ফারানি’র মতো কয়েকজন জঙ্গি কমান্ডারও এ হামলায় নিহত হয়েছে। 

ইরান থেকে নিক্ষিপ্ত ছয় ক্ষেপণাস্ত্রের বাকি পাঁচটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি রোববার রাতে সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে দায়েশের এক ঘাঁটিতে ছয়টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের রাজধানী তেহরানে গত ৭ জুন দায়েশের সন্ত্রাসী হামলায় ১৮ জনের শাহাদাতের প্রতিশোধ নিতে ওই হামলা চালায় আইআরজিসি।  

ইরাকের আকাশসীমা অতিক্রম করে ৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তেহরানে দায়েশের জঙ্গি হামলার পরপরই আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, নিরপরাধ মানুষের প্রতি ফোঁটা রক্তের বদলা নেবে এ বাহিনী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০