আমেরিকা সন্ত্রাসীদেরকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i41006-আমেরিকা_সন্ত্রাসীদেরকে_সমর্থন_ও_সহযোগিতা_দিচ্ছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে তা নিয়ে খেলা করছে। আজ (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়া ও ইউরোপের দেশগুলোর সংসদ স্পিকারদের দ্বিতীয় সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৭, ২০১৭ ১৮:০৭ Asia/Dhaka
  • আমেরিকা সন্ত্রাসীদেরকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে তা নিয়ে খেলা করছে। আজ (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়া ও ইউরোপের দেশগুলোর সংসদ স্পিকারদের দ্বিতীয় সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন।

লারিজানি বলেন, আমেরিকা এবং কয়েকটি আঞ্চলিক দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করছে। কিন্তু এটা সবার কাছে স্পষ্ট যে, এসব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে বিভিন্ন উপায়ে সন্ত্রাসীদেরকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রতা গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এ সময় তিনি দায়েশ বা আইএসআইএলের নানা সন্ত্রাসী তৎপরতার প্রতি ইঙ্গিত করেন এবং উদাহরণ হিসেবে তেহরানের দু'টি স্থানে দায়েশের হামলার কথা তুলে ধরেন।

গত ৭ জুন ইরানের সংসদ ভবন ও ইমাম খোমেনি (রহ.)'র মাজারে দায়েশের হামলায় অন্তত ১৮ জন শহীদ এবং ৫০ জন আহত হয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭