গাজা নতিস্বীকার করবে না: খালেদ মাশআল
https://parstoday.ir/bn/news/iran-i41082-গাজা_নতিস্বীকার_করবে_না_খালেদ_মাশআল
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের সাবেক প্রধান খালেদ মাশআল বলেছেন, কোনো কোনো মহল গাজাকে নতিস্বীকারে বাধ্য করার চেষ্টা করছে, কিন্তু তাদের জেনে রাখা উচিত গাজা কখনোই তার নীতি থেকে সরে দাঁড়াবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৮, ২০১৭ ১৮:৫৫ Asia/Dhaka
  • খালেদ মিশআল
    খালেদ মিশআল

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের সাবেক প্রধান খালেদ মাশআল বলেছেন, কোনো কোনো মহল গাজাকে নতিস্বীকারে বাধ্য করার চেষ্টা করছে, কিন্তু তাদের জেনে রাখা উচিত গাজা কখনোই তার নীতি থেকে সরে দাঁড়াবে না।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র থেকে আজ (বুধবার) জানানো হয়েছে, খালেদ মাশআল গাজায় এক অনুষ্ঠানে আরও বলেছেন, কেউ কেউ মনে করেন গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারে ইসরাইলকে রাজি করাতে প্রতিরোধ সংগ্রাম ও জাতীয় নীতি থেকে ফিলিস্তিনিদের সরে আসা উচিত। কিন্তু ফিলিস্তিনিরা তাদের নীতি থেকে সরে না এসেই গাজা অবরোধ থেকে মুক্তি পাবে। 

খালেদ মাশআল বলেন, অবরোধ মোকাবেলা ও রাজনৈতিক জাগরণের বিষয়ে হামাস উপযুক্ত মডেল তুলে ধরেছে এবং রাজনৈতিক সনদে তা অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, আরব ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঐক্য জরুরি। এর ফলে হামাস লাভবান হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮