প্রতিরোধের একমাত্র উপায় ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানো: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোই হচ্ছে বিদেশি হুমকি প্রতিরোধের একমাত্র উপায়। তিনি জোর দিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের ২২৩১ সম্বর প্রস্তাবের লঙ্ঘন নয়।
ইরানের এ সিনিয়র সংসদ সদস্য বলেন, ইরানের কাছে পরমাণু, রাসায়নিক কিংবা জীবাণু অস্ত্রের মতো গণবিধ্বংসী অস্ত্র নেই কিন্তু ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার কাছে এসব অস্ত্র রয়েছে। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোনো দেশের জন্য হুমকি নয় এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো রকম সীমাবদ্ধতা মেনে নেয়া হবে না।
মধ্যপ্রাচ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ইরানের পরামর্শমূলক সহযোগিতার কথা উল্লেখ করে বোরুজেরদি বলেন, এর মাধ্যমে আমেরিকা ও ইসরাইলের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২