ইরাকের মসূলে দায়েশ বিরোধী চূড়ান্ত বিজয় ঘোষণা: ইরানি প্রতিরক্ষামন্ত্রীর অভিনন্দন
https://parstoday.ir/bn/news/iran-i41796-ইরাকের_মসূলে_দায়েশ_বিরোধী_চূড়ান্ত_বিজয়_ঘোষণা_ইরানি_প্রতিরক্ষামন্ত্রীর_অভিনন্দন
মসূল শহরে ইরাকি সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবি বাহিনীর চূড়ান্ত বিজয়ে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ও হাশদ-আশ-শাবি’র কমান্ডারকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৯, ২০১৭ ২০:১৫ Asia/Dhaka
  • ইরাকের মসূলে দায়েশ বিরোধী চূড়ান্ত বিজয় ঘোষণা: ইরানি প্রতিরক্ষামন্ত্রীর অভিনন্দন

মসূল শহরে ইরাকি সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবি বাহিনীর চূড়ান্ত বিজয়ে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ও হাশদ-আশ-শাবি’র কমান্ডারকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী।

ইরাকি প্রধানমন্ত্রী আজ মসূল শহরে যান এবং দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাইত্রিশ মাস লড়াই করার পর আনুষ্ঠানিক বিজয় ঘোষণা করেন। দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবি বাহিনীর অভিযান শুরু হয় গেল বছরের ১৭ অক্টোবরে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন দেহকান আজ তাঁর ইরাকি সমকক্ষ মাহমুদ আবদুল গফুর আব্দুল্লা আলহায়াতি এবং স্বেচ্ছাসেবি বাহিনীর কমান্ডার হাদি আল-আমেরিকে পৃথক পৃথক অভিনন্দন বার্তা পাঠান। ওই বার্তায় তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন এবং সরকারগুলোর সদিচ্ছা না থাকলে এই বিজয় অর্জন সম্ভব হত না।

মসূলে ইরাকি সেনাদের বীরত্বপূর্ণ বিজয়ের মধ্য দিয়ে আমেরিকা ও ইহুদিবাদি ইসরাইলি ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে বলেও তিনি ওই বার্তায় উল্লেখ করেন। ইরাকের সঙ্গে নিরাপত্তা, সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সার্বিক সহযোগিতা আরো বৃদ্ধি করতে তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল দেহকান।

পার্সটুডে/নাসির মাহমুদ/৯