ইরাকে দায়েশের শীর্ষ গুপ্তচরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী
(last modified Mon, 01 Feb 2021 05:50:09 GMT )
ফেব্রুয়ারি ০১, ২০২১ ১১:৫০ Asia/Dhaka
  • ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য
    ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য

ইরাকের সালাউদ্দিন প্রদেশের আশ-শিরকাত এলাকা থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষ পর্যায়ের একজন গুপ্তচরকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

ইরাকের গোয়েন্দা দপ্তর থেকে বলা হয়েছে, ওই এলাকায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই গুপ্তচরকে আটক করা হয়।

এদিকে, ইরাকের নেইনাভা প্রদেশের মসুল শহর থেকে একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক ছিল।

এদিকে, পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সন্ত্রাস-বিরোধী অভিযান শেষ হয়েছে। এই অভিযানে আনবার প্রদেশের চারটি এলাকায় সন্ত্রাসীদের সমস্ত আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়।

২০১৪ সালে ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ভয়াবহ তাণ্ডব শুরু করে। তাদের বিরুদ্ধে তিন বছরের অভিযান শেষে ২০১৭ সালে ইরাককে সম্পূর্ণভাবে দায়েশ মুক্ত ঘোষণা করা হয়। সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানে সামরিক বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হাশদ আশ-শাবি।#

পার্সটুডে/এসআইবি/১