‘মানবতার ইতিহাসে দায়েশের মতো বিপর্যয় কখনোই তৈরি হয় নি’
(last modified Mon, 10 Jul 2017 23:56:33 GMT )
জুলাই ১১, ২০১৭ ০৫:৫৬ Asia/Dhaka
  • মেজর জেনারেল কাসেম সোলায়মানি
    মেজর জেনারেল কাসেম সোলায়মানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার বলেছেন, শহীদদের রক্তের বদৌলতে মুসলিম বিশ্ব থেকে জঙ্গি গোষ্ঠী দায়েশের মতো অশুভ শক্তির অস্তিত্ব বিলীন হয়েছে।

মেজর জেনারেল কাসেম সোলায়মানি তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, মানবতার ইতিহাসে দায়েশের মতো আর কোনো বিপর্যয় কখনোই তৈরি হয় নি।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দায়েশের কবল থেকে দেশটির মসুল নগরী পুনরুদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর এ বক্তব্য দিলেন জেনারেল সোলায়মানি। এই মসুল নগরী থেকে তিন বছর আগে কথিত খেলাফতের ঘোষণা দিয়েছিল দায়েশ।

কুদস ব্রিগেডের কমান্ডার বলেন, ইরাকি জনগণ কয়েক বছর ধরে বাথ পার্টির চেয়েও ভয়ঙ্কর শক্তি দায়েশের বিরুদ্ধে লড়াই করেছে। এই জঙ্গি গোষ্ঠী ইরাকের অখণ্ডতা ও ঐক্যের পাশাপাশি গোটা বিশ্বকে বড় ধরনের হুমকির সম্মুখীন করেছিল।

জেনারেল সোলায়মানি বলেন, দায়েশ মুসলিম বিশ্বের যত বড় ক্ষতি করেছে ইসলামের ইতিহাসে এত বড় ক্ষতি আর কেউ করতে পারে নি। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১

ট্যাগ