এশিয় যুব-কুস্তি প্রতিযোগিতার ফ্রি-স্টাইল বিভাগে ইরান চ্যাম্পিয়ন
https://parstoday.ir/bn/news/iran-i42696-এশিয়_যুব_কুস্তি_প্রতিযোগিতার_ফ্রি_স্টাইল_বিভাগে_ইরান_চ্যাম্পিয়ন
ইরানের জাতীয় যুব কুস্তি দল এশিয় যুব-কুস্তি প্রতিযোগিতার ফ্রি-স্টাইল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৩, ২০১৭ ২০:২৫ Asia/Dhaka
  • এশিয় যুব-কুস্তি প্রতিযোগিতার ফ্রি-স্টাইল বিভাগে ইরান চ্যাম্পিয়ন

ইরানের জাতীয় যুব কুস্তি দল এশিয় যুব-কুস্তি প্রতিযোগিতার ফ্রি-স্টাইল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।

ব্যাংককে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইরানি যুব কুস্তিগিররা ৪টি স্বর্ণ-পদক, ২টি রৌপ্য-পদক এবং ২টি ব্রোঞ্জ পদক পেয়ে এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

এশিয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থান অর্জন করেছে কাজাখস্তান।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত ২০ জুলাই থেকে এশিয় যুব চ্যাম্পিয়নশিপ গ্রেকো-রোমান এবং ফ্রি-স্টাইল কুস্তি প্রতিযোগিতা শুরু হয়ে আজ শেষ হয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৩