সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের পাশে রয়েছে ইরান: লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i43882-সন্ত্রাসবিরোধী_লড়াইয়ে_পাকিস্তানের_পাশে_রয়েছে_ইরান_লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রতিবেশী পাকিস্তানের পাশে রয়েছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১১, ২০১৭ ০০:৫৭ Asia/Dhaka
  • ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি
    ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রতিবেশী পাকিস্তানের পাশে রয়েছে তেহরান।

পাকিস্তানের জাতীয় সংসদের নিম্নকক্ষের স্পিকার সর্দার আইয়াজ সাদিক ও সিনেট চেয়ারম্যান রাজা রব্বানির কাছে পাঠানোর আলাদা বার্তায় ড. লারিজানি এ কথা বলেন। বার্তায় তিনি সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী রাহোরে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার বিরুদ্ধেও তিনি নিন্দা জানান।

ড. লারিজানি বলেন, ইরান নিজেই সন্ত্রাসবাদের শিকার এবং সন্ত্রাসবাদকে অভিন্ন হুমকি মনে করে। সে কারণে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করা দরকার। গত সোমবার লাহোরে এক ট্রাক বোমা হামলায় ৩৪ জন আহত হয়। এর কয়েক সপ্তাহ আগে কোট লাখপাত এলাকায় বোমা হামলায় ২৫ জন নিহত হয়। পাকিস্তানি তালেবান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০