ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বহুগুণ বাড়ানো হবে: নয়া প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i44330-ইরানের_ক্ষেপণাস্ত্র_সক্ষমতা_বহুগুণ_বাড়ানো_হবে_নয়া_প্রতিরক্ষামন্ত্রী
ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনিত হলে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো জোরদার করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। প্রেসিডেন্ট হাসান রুহানির দ্বিতীয় মেয়াদের প্রশাসনে জেনারেল আমির হাতামি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ১৭:৪৭ Asia/Dhaka
  • জেনারেল আমির হাতামি
    জেনারেল আমির হাতামি

ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনিত হলে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো জোরদার করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। প্রেসিডেন্ট হাসান রুহানির দ্বিতীয় মেয়াদের প্রশাসনে জেনারেল আমির হাতামি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।

চূড়ান্তভাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। প্রেসিডেন্ট হাসান রুহানির দ্বিতীয় মেয়াদের প্রশাসনে জেনারেল আমির হাতামি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে তার নিয়োগ চূড়ান্ত করতে সংসদের অনুমোদন পেতে হবে। সেই অনুমোদন পেতেই  আজ (বৃহস্পতিবার) ইরানের জাতীয় সংসদ মজলিশে শূরায়ে ইসলামির সদস্যদের সামনে উপস্থিত হয়েছিলেন হাতামি। তিনি সেখানে এক বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, আগামী চার বছরে দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বহুগুণে বাড়াবেন তিনি। এছাড়া, এ সময়ে ইরানের যুদ্ধ এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কৌশলগত আকাশ ও নৌ শক্তি জোরদার করা এবং বিশেষায়িত বাহিনীর সংখ্যা বাড়ানো হবে বলে তিনি জানান।#

পার্সটুডে/বাবুল আখতার/সোহেল আহম্মেদ/১৭