ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে দেয়া হবে না: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i45725-ইরানের_সামরিক_স্থাপনা_পরিদর্শন_করতে_দেয়া_হবে_না_বেলায়েতি
তেহরান বলেছে, কোনো অবস্থায়ই বিদেশিদেরকে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়া হবে না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান ইউকিয়া আমানোর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৬:০৭ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি
    ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি

তেহরান বলেছে, কোনো অবস্থায়ই বিদেশিদেরকে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়া হবে না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান ইউকিয়া আমানোর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র মহাসচিব আমানো সোমবার এই সংস্থার নির্বাহী বোর্ডের এক বৈঠকের পর বলেন, পরিদর্শনের ক্ষেত্রে আইএইএ সামরিক বা বেসামরিক স্থাপনার মধ্যে কোনো পার্থক্য করে না এবং এর পরিদর্শকরা যেকোনো সময় যেকোনো স্থাপনা পরিদর্শনের অনুমতি চাইতে পারে।

এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার বেলায়েতি বলেন, আইএইএ’র সঙ্গে ইরান এমন কোনো চুক্তি সই করেনি যার ভিত্তিতে তেহরানকে তার সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে হবে। এ ছাড়া, ভবিষ্যতেও এ ধরনের কোনো চুক্তিতে তেহরান সই করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি বলেন, “মিস্টার আমানো, তার সংস্থা কিংবা অন্য কোনো বিদেশিকে আমাদের সামরিক স্থাপনাগুলোতে প্রবেশ করতে দেব না। কারণ, এসব স্থাপনায় বিদেশিদের ঢোকার কোনো ব্যবস্থা রাখা হয়নি। ”

সামরিক স্থাপনা পরিদর্শনের যে কথা ইউকিয়া আমানো বলেছেন তা তার ‘ব্যক্তিগত সাজানো গল্প’ বলে মন্তব্য করেন আলী আকবর বেলায়েতি। তিনি বলেন, আমানোর যদি স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকত তাহলে তিনি সবার আগে ইসরাইলের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনে যেতেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩