পরমাণু সমঝোতা বাস্তবায়নে আমেরিকাকে বাধ্য করুন: ইইউকে ইরান
(last modified Sun, 17 Sep 2017 00:42:08 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ০৬:৪২ Asia/Dhaka
  • শনিবার রুহানির সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন ব্র্যাক
    শনিবার রুহানির সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন ব্র্যাক

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের পরমাণু সমঝোতা মেনে চলতে আমেরিকাকে বাধ্য করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছেন। ইরান সফররত বেলজিয়ামের চেম্বার অব রিপ্রেজেন্টেটিভ’র সভাপতি সিগফ্রেন্ড ব্র্যাকের সঙ্গে আলাপ করার সময় এই আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি।

তিনি বলেন, “প্রথমত আমরা আশা করব ইউরোপীয় ইউনিয়ন নিজে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে। আমরা আরো আশা করব, আমেরিকা যাতে এই সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে সেজন্য ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি ও তাকে শক্ত বার্তা দেয় ইইউ। ”

ইরানের প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষকে এই সমঝোতা মেনে চলতে হবে। তিনি আরো বলেন, ২০১৫ সালে তেহরান ও ছয় জাতিগোষ্ঠী সংলাপের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধান করেছে। এই সমঝোতা বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের সংকট সমাধানের জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাতে বেলজিয়ামের সংসদ সদস্য ব্র্যাক বলেন, ইরান এবং ইইউ’র জন্য পরমাণু সমঝোতা একটি গুরুত্বপূর্ণ চুক্তি। ইইউ যাতে এই সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে সেজন্য তার দেশ চেষ্টা চালাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এ ছাড়া, তিনি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে বেলজিয়ামের গভীর আগ্রহের কথা জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭