সিরিয়ায় দায়েশের ঘাঁটিতে হামলা চালাল ইরানি ড্রোন
https://parstoday.ir/bn/news/iran-i46471
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ড্রোন থেকে ইরাক-সিরিয়া সীমান্তে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় দায়েশের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ০৬:২০ Asia/Dhaka

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ড্রোন থেকে ইরাক-সিরিয়া সীমান্তে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় দায়েশের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস হয়েছে।

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয্-যোর প্রদেশে রোববার চালানো এসব হামলায় বহু সন্ত্রাসী নিহত হয়েছে। সেইসঙ্গে তাদের বহু অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।

ইরানের ফার্সি নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে, সিরিয়া-ইরাক সীমান্তকে দায়েশ সন্ত্রাসী-মুক্ত করতে এই অভিযান চালানো হয়েছে।

এর আগে গত জুন মাসে ইরান থেকে দেইর আয-যোরে দায়েশের কয়েকটি ঘাঁটিতে ছয়টি মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল আইআরজিসি। রাজধানী তেহরানে দায়েশের দু’টি জঙ্গি হামলায় ১৭ জন নিরীহ মানুষ নিহত হওয়ার পর ওই হামলা চালানো হয়েছিল।

আইআরজিসি’র ওই হামলায় বিদেশি মদদপুষ্ট তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে আইএস নামে পরিচিত দায়েশ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫